Science News: বিহারের বিজ্ঞানীর গবেষণা এবার আন্তর্জাতিক ম্যাগাজিনের কভার পেজে, বিরাট প্রাপ্তি!

বিহারেই জন্ম ওই বিজ্ঞানীর। নাম ডঃ উজ্জ্বল ভার্মা। তাঁরই বৈজ্ঞানিক গবেষণা নিয়ে এবার কভার পেজ তৈরি হল আন্তর্জাতিক ম্যাগাজিনে। আমেরিকা থেকে প্রকাশিত জিও সায়েন্স ও রিমোট সেন্সিংনামে একটি জার্নালে বিহারের বিজ্ঞানীর গবেষণার কথা তুলে ধরা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস সূত্রে।

বিশ্বের নামকরা বিজ্ঞানীরা তাঁর গবেষণা নিয়ে আলোচনা করেছেন। মাইকেল স্কুমিট (মিউনিখ), সায়েদ আলি আহমাদি( তেহেরান), ইয়ংঘাও জু( চিন), গুলসেন তাসকিন( ইস্তাম্বুল), সহ একাধিক বিজ্ঞানীদের নিয়ে টিম চালাচ্ছেন প্রফেসর ভার্মা। মূলত স্যাটেলাইট ইমেজ নিয়ে তাঁরা গবেষণা করেন। মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজির বেঙ্গালুরু ক্যাম্পাসের ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগে তাঁরা কর্মরত।

গবেষকরা ওই রিপোর্টে উল্লেখ করেছেন, স্যাটেলাইট ও ড্রোনের মাধ্যমে প্রাপ্ত ছবিতে তাঁরা বিশ্লেষন করে দেখেন।

প্রফেসর ভার্মা গয়ার সন্তান। তিনি প্যারিস থেকে পিএইচডি করেছিলেন। তাঁর পিতা প্রাক্তন উপাচার্য। গবেষকদের মতে, এই রিপোর্ট স্যাটেলাইট ইমেজ বোঝার পক্ষে যথেষ্ট সহায়ক হবে। কৃষি জমির উপর নজর রাখা, শহুরে পরিস্থিতি খতিয়ে দেখা, নদী ও সমুদ্রের অবস্থান সম্পর্কে জানা, আবহাওয়ার পরিবর্তনের উপর খেয়াল রাখা, জলবায়ুর পরিবর্তন নিয়ে ওয়াকিবহাল থাকা নিয়ে এবার আলো ফেলবে এই গবেষণাপত্র।