UEFA Euro Qualifiers: Two Sweden Football Team Reportedly Shot Dead Before Match Vs Belgium

ব্রাসেলস: জোরকদমে চলছে পরের বছরের উয়েফা ইউরোর (UEFA Euro 2024 Qualifiers) যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচগুলি। ইতিমধ্যেই বেশ কিছু দল পরের ইউরোর টিকিটও পাকা করে ফেলেছে। সেই লক্ষ্যেই বেলজিয়াম ও সুইডেন (Belgium vs Sweden) ব্রাসেলসে (Brussels)  একে অপরের মুখোমুখি হয়েছিল। তবে প্রথমার্ধ শেষেই বাতিল করতে হল ম্যাচ। কারণ দুষ্কৃতী হানা।

বেলজিয়ামের জাতীয় ফুটবল স্টেডিয়াম থেকে সামান্য দূরে (৫ কিলোমিটার) বেলজিয়াম-সুইডেন ম্যাচ শুরু হওয়ার প্রায় মিনিট ৪৫ আগেই দুই ব্যক্তি গুলিত নিহত হন। তাঁদের পরিচয় বা তাঁরা খেলা দেখতেই এসেছিলেন কি না, সেই বিষয়ে নিশ্চিতভাবে এখনও কিছু জানা না গেলেও, খবর অনুযায়ী মৃত দুই ব্যক্তিই সুইডেনের জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে চাপিয়ে ছিলেন। স্টেডিয়াম থেকে সামান্য দূরে ম্যাচ শুরুর ৪৫ মিনিট আগেই এই ঘটনাটি ঘটায় মনে করা হচ্ছে ও দুই ব্যক্তি এই ম্যাচ দেখতেই এসেছিলেন। ঘটনার অভিযুক্ত এখনও অধরাই রয়েছে।

এমন পরিস্থিতিতে ম্যাচ শুরু হলেও, প্রথমার্ধ শেষে খবর জানাজানি হওয়ার পরেই খেলা বন্ধ করে দেওয়া হয়। দুই দলের কেউই মাঠে নামতে রাজি হননি। পরে উয়েফার তরফে ম্যাচ বাতিলের সিদ্ধান্তটি জানিয়ে এক বিবৃতিতে বলা হয়, ‘আজ সন্ধ্যায় এক সম্ভাব্য জঙ্গি হানার পরে দুই দল এবং স্থানীয় পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনা করে বেলজিয়াম ও সুইডেনের উয়েফা ইউরো ২০২৪-র যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচটি বাতিল করা হয়েছে। এই বিষয়ে পরবর্তীতে সময়ে বাকি তথ্য জানানো হবে।’

 

প্রথমার্ধে ম্যাচের স্কোরলাইন ১-১ ছিল। তবে ম্যাচ বাতিল হওয়ার পরে দর্শকদের সুরক্ষার কথা মাথায় রেখে তাঁদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত স্টেডিয়ামের মধ্যেই থাকতে বলা হয়। স্টেডিয়ামে দুই পক্ষের ৩৫ হাজারের অধিত সমর্থকদের সুরে সুর মিলিয়ে ‘অল টুগেদার, অল টুগেদার’ অর্থাৎ সকলে এই সময়ে একসঙ্গে থাকার ধ্বনি তুলতে শোনা যায়। ‘সুইডেন, সুইডেন’ ধ্বনিতেও স্টেডিয়াম মুখরিত হয়।

বেলজিয়ামের আপদকালীন বিভাগের তরফে ব্রাসেলসে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। দুষ্কৃতির কোনও জঙ্গিগোষ্ঠীর সঙ্গে কোনও যোগসূত্র আদৌ আছে কি না, সেই বিষয়ে নিশ্চিত করে এখনও কিছু বলা হয়নি। তবে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্দ্রে দে কু নিশ্চিত করেন যে নিহত দুই ব্যক্তিই সুইডেনের নাগরিক।