World Cup 2023 Most Runs By Batters In World Cup Know The List After Match 13 Of England And Afghanistan

মুম্বই : বিশ্বকাপের (World Cup 2023) মেজাজে লেগেছে উৎসবের রং। ক্রমশ দেশজুড়ে ছড়িয়ে পড়ছে ক্রিকেটের বিশ্বযুদ্ধের আঁচ। তার মাঝেই শুরু হয়ে গিয়েছে ১০ দেশের মধ্যে সাপ-লুডোর লড়াই। পয়েন্ট তালিকার প্রথম চার দেশের মধ্যে থেকে সেমিফাইনালে স্থান পাকা করার জন্য হাড্ডাহাড্ডি লড়াই। দলগত ব্যাটল যেমন চলছে, তেমনই সামনের সারিতে আসতে বিভিন্ন ব্যক্তিগত ডুয়েলও। যার মধ্যে সবথেকে বেশি চর্চিত অবশ্য সর্বোচ্চ রানের শিরোপা। 

ইংল্যান্ড ও আফগানিস্তানের (ম্যাচ নম্বর ১৩) ম্যাচের শেষে আপাতত ব্যাটারদের মধ্যে রানের ভিত্তিতে সবার ওপরে রয়েছেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। ভারতের বিরুদ্ধে ৪৯ রানের মাথায় দাঁড়ানো পাকিস্তানের কিপার-ব্যাটারকে সাজঘরে ফিরিয়েই বিপক্ষকে নড়িয়ে দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। যদিও ৩ ম্যাচের শেষে ২৪৮ রানের সুবাদে এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান তাঁর ঝুলিতেই। 

৩ ম্যাচে ১২৪-র গড়ে এখনও পর্যন্ত ২৪৮ রান করেছেন মহম্মদ রিজওয়ান। এবারের বিশ্বকাপে তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৩১ রান। ব্যাটারদের তালিকায় রিজওয়ান শীর্ষে থাকলেও বাকিরা তাঁর থেকে খুব দূরে নেই। বলা ভাল, ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ডেভন কনওয়ে, রোহিত শর্মারা। 

এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় এই মুহূর্তে দু’নম্বরে রয়েছেন ডেভন কনওয়ে (Devon Conway)। কিউয়ি ব্যাটারের ঝুলিতে ৩ ম্যাচের শেষে ২২৯ রান। গড় ১১৪। বিশ্বযুদ্ধের মঞ্চে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান অপরাজিত ১৫১। কনওয়ের থেকে বেশি দূরে নেই রোহিত শর্মা (Rohit Sharma)। ২১৭ রান হিটম্যানের ঝুলিতে। ৩ ম্যাচে খেলেছেন তিনিও। যার মধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে রয়েছে ১৩১ রানের দুরন্ত শতরানের ইনিংস। পাকিস্তানের বিরুদ্ধে ৮৬ রানের ম্যাচ জেতানো ইনিংসও খেলেন ভারতের অধিনায়ক। 

সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় চার ও পাঁচ নম্বরে রয়েছেন যথাক্রমে কুইন্টন ডি কক (Quinton de Kock) ও কুশল মেন্ডিস। দু’জনই এখনও পর্যন্ত খেলেছেন ২ টি ম্যাচ। দক্ষিণ আফ্রিকার কিপার-ব্যাটার ডি’কক দুটি ম্যাচে খেলে হাঁকিয়ে ফেলেছেন জোড়া শতরান। ২ ম্যাচে ২০৯ রান কুইন্টন ডি ককের। উল্টোদিকে, শ্রীলঙ্কা এখনও জয়ের দেখা না পেলেও কুশল মেন্ডিস (Kusal Mendis) রয়েছেন দুরন্ত ছন্দে। ২ ম্যাচে তাঁর ঝুলিতে ১৯৮ রান। 

আরও পড়ুন- ‘রোহিত তো আর সাড়ে ৬ ফুটের নয়’ পাক বোলারদের আক্রমণ আক্রামের 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial