World Cup ‘Rohit Sharma Is Not 6’5’ Wasim Akram Lashes Out At Pakistan Pacers For Their Tactics Against India Captain

মুম্বই : বিশ্বকাপের মঞ্চে অষ্ঠমবার ভারতের কাছে হারতে হয়েছে পাকিস্তানকে (India vs Pakistan)। রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহদের দাপটে এবারের বিশ্বকাপের মঞ্চে হতে হয়েছে কার্যত দুরমুশ। আর মহারণে হারের পর পাক বোলারদের ভাবনাচিন্তা ও বোলিং স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুললেন ওয়াসিম আক্রাম। পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তি পেসারের সাফ বক্তব্য, ‘রোহিত শর্মাকে বুকের উচ্চতায় বাউন্সার বল করে গিয়েছে, তাতে যা হওয়ার চাই হয়েছে। বল বারবার উড়ে গিয়েছে বাউন্ডারির বাইরে।’

৬৩ বলে ৮৬ রানের ঝকঝকে ইনিংস খেলার ফাঁকে ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) মেরেছিলেন ৬ টি চার ও ৬ টি ছক্কা। যার মধ্যে ছিল একাধিক পুল শট। হিটম্যানের যে শট খেলার দক্ষতা নিয়ে নতুন করে ক্রিকেটভক্তদের আর তেমন তথ্য দেওয়ার নই। যে প্রসঙ্গে ওয়াসিমের বক্তব্য, ‘রোহিত তো সাড়ে ৬ ফুটের নয়, তাই ওকে বাউন্সার দিয়ে মাথার ওপরে রাখতেই হবে। তাও খানিক অফ স্টাম্পের বাইরে। সেই বাউন্সার ও ফাইন লেগ ও স্কোয়ার লেগ রাখলে তবে সেক্ষেত্রে সুযোগ তৈরি হতে পারত।’ 

ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে আলোচনার মাঝে যেখানে পাক বোলারদের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুলেছেন আক্রাম, সেখানে হাজির থাকা মিসবা উল হক ( Misbah-ul-Haq) আবার পাক ব্যাটারদের ক্রমাগত ধারাবাহিকতার অভাবকে দুষেছেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা ব্যাটারের আফসোস, ‘পাকিস্তানের সমস্যা নিয়ে খানিকটা তলিয়ে দেখতে গেলেই বোঝা যাবে একটা সমস্যা টানা হয়ে চলেছে। ২০১৯ বিশ্বকাপ হোক বা সদ্য হওয়া এশিয়া কাপ, পিচ যদি তুলনামূলক মন্থর ও ঘূর্ণির হয়, তাহলে যেন আটকে যায় পাক ব্যাটিং লাইন আপ।’

ওয়াসিমের মতোই বিরক্ত মিসবার মতে পেসারদের বিরুদ্ধে বাড়তি সতর্ক হয়ে খেলতে যাওয়ার জেরে অপ্রয়োজন চাপ নিজেদের ওপর তৈরি করে ফেলছে ব্যাটাররাই। আর তারপর স্পিনারদের বিরুদ্ধে করে চলেছে একের পর এক ভুল। আর গোটা ঘটনাক্রমের জেরে হয়ে চলেছে  ‘ভুলের ওপর ভুল ও উইকেট খোওয়ানো’ বলেই মত মিসবার। 

এবারের বিশ্বকাপে তুলনামূলক দুর্বল নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া জয় দিয়ে অভিযান শুরু করলেও ভারতের বিরুদ্ধে মেগা ডুয়েলে হোঁচট খেতে হয়েছে পাকিস্তান দলকে। এবার তাদের সামনে অস্ট্রেলিয়া। ২০ অক্টোবর যে ম্যাচ। প্রসঙ্গত, বিশ্বকাপে এখনও কাঙ্খিত ছন্দে নেই অজিরাও। 

আরও পড়ুন- ইংল্যান্ডকে হারাল আফগানিস্তান, পুজোর শহরে রোনাল্ডিনহো, এক নজরে খেলার সব খবর