Gambhir Makes Another Big Statement On 2011 World Cup Final, Says This Player Should Have Got Man Of The Match Get To Now

নয়াদিল্লি: ২০১১ বিশ্বকাপ। ২৮ বছর পর বিশ্বজয়। গম্ভীরের (Gautam Gambhir) লড়াকু ৯৭। ধোনি অপরাজিত ৯১ রানের ইনিংস। ছক্কা হাঁকিয়ে দেশকে চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্ত উপহার দেওয়া। এগারোর বিশ্বকাপ জয়ের প্রসঙ্গ উঠলেই এই ছবিগুলো ফ্ল্যাশব্যাকে ভেসে ওঠে। সেদিন ফাইনালে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra SIngh Dhoni)। অনেকেই আবার বলেছিলেন যে ৯৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার জন্য গম্ভীরকেই ম্যাচের সেরার পুরস্কার দেওয়া উচিত ছিল। তবে এবার তা নিয়ে মুখ খুললেন স্বয়ং গম্ভীর। আর তিনি মনে করেন ২০১১ বিশ্বকাপ ফাইনালে ধোনির নয়, ম্যাচের সেরার পুরস্কার পাওয়ার যোগ্য দাবিদার ছিলেন অন্য এক ভারতীয়।

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচের পর গম্ভীর বলছেন, ”ধোনিকে সেদিন ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন। তবে আমার মনে হয় এই পুরস্কার পাওয়ার যোগ্য দাবিদার ছিল জাহির খান। যেই ফর্মে শ্রীলঙ্কার ব্যাটাররা ব্যাটিং করছিল সেই সময়, তাতে ওরা ৩৫০ এর মত স্কোর বোর্ডে তুলে দিতে পারত। তবে জাহির দুর্দান্ত বোলিং করেছিল। কেউ জাহিরের বোলিং নিয়ে কোনও কথা কখনও বলেনি। সবাই আমার ৯৭ রানের ইনিংস ও ধোনির ছক্কা নিয়েই কথা বলেছে সবসময়। তবে আমার চোখে জাহিরই ছিল সেই ম্যাচের সেরা।” সেই ম্যাচে ১০ ওভারে ৬০ রান খরচ করে মাত্র ২ উইকেট তুলে নিয়েছিলেন জাহির।

বিশ্বকাপে ভারতের পরের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে

টানা তিন ম্য়াচে জয়। ভারত তাঁদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ও পরের দুটো ম্যাচে আফগানিস্তান ও পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল রোহিত বাহিনী। রবিবারই পুণেতে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম দিন দু’য়েক হালকা অনুশীলন করেছেন রোহিতরা। মঙ্গলবার থেকে পুরোদমে নেটে ঘাম ঝরাতে দেখা যাবে ভারতীয় দলকে। ভারতীয় দলে তেমন চোট আঘাতের দুঃশ্চিন্তা নেই। ডেঙ্গিকে হার মানিয়েই গত ম্যাচে দলে ফিরেছেন শুভমন গিল। পুণেতে তাঁর খেলা প্রায় নিশ্চিতই। ভারতীয় একাদশে কি এই ম্যাচে আদৌ কোন বদল ঘটতে পারে? প্রথম তিন ম্যাচের একটিতেও মহম্মদ শামিকে খেলতে দেখা যায়নি। বাংলাদেশ ম্যাচে তাঁকে সুযোগ দেওয়া হতে পারে বলে কোনও কোনও মহলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে। তবে পুণের এমসিএ স্টেডিয়ামের পাটা উইকেটে স্পিনাররা তেমন মদত পান না। তাই আর অশ্বিনের এই ম্যাচ খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।