Viral post: ভিখারির হাতে আইফোন ১৫! ভাইরাল ভিডিয়ো দেখে থ মেরে গেল নেটদুনিয়া

ভিক্ষা করে কত কীই না করা যায়। এমনটা অনেকেই মনে করেন। সত্যি যে তা সম্ভব, মাঝে মাঝে খবরে তা দেখা যায়। কেউ ভিক্ষা করে বাড়ি বানিয়ে ফেলেছে তো কেউ কিনেছে দামি কোনও সরঞ্জাম। এবার চোখে ধাঁধা লাগিয়ে দিল অন্য একটি কাণ্ড। সেটি হল ভিক্ষার পয়সায় আইফোন কেনা। ভিক্ষা করে জমানো টাকা নিয়েই এক ভিখারিকে পৌঁছে যেতে দেখা যায় আইফোনের দোকানে। সেখানে গিয়ে তিনি উপুড় করে দেন নিজের ভিক্ষার ঝুলি। তার থেকে বেরিয়ে আসে রাশি রাশি কয়েন। ভিক্ষার ঝুলিতে থাকা সেই কয়েন গুনতে গোটা দোকানের লোকদের কাজে লাগানো হয়।

আরও পড়ুন: দুর্গামূর্তির গায়ে ৫৫ কেজির রুপো! বাঙালি শিল্পী সাজালেন কোন রাজ্যের প্রতিমা

সবাই মিলে একে একে গুণতে বসেন সব কয়েন। অবশেষে গোনা শেষ হলে দেখা যায় একটা নতুন আইফোনের দামই সেখানে রয়েছে। এর পর দোকান কর্তৃপক্ষ এই ভিখারির হাতে আইফোনের একটি বাক্স তুলে দেন। ভিডিয়োতে দেখা যায়, বাক্সটা খুলতেই একটা চকচকে নতুন আইফোন ১৫। ফোনটির সঙ্গে ছবিও তোলেন দোকানের মালিক ও সেই ভিখারিটি। ইনস্টাগ্রামের এক্সপেরিমেন্টাল কিং নামের প্রোফাইল থেকে ভিডিয়োটি ছাড়া হয়েছে। ভিডিয়োটি দেখে রীতিমতো থ মেরে যান নেটিজেনরা। নানারকম মন্তব্যে ভরে ওঠে কমেন্ট বক্স। ৫ অক্টোবর পোস্টটি করার পর থেকে ৪০ মিলিয়ন ভিউস পেয়েছি ভিডিয়োটি।

আরও পড়ুন: বয়সকালে কেন কুঁজো হয়ে যান কেউ কেউ? আসল কারণটা হয়তো অজানা অনেকের

তবে পরে জানা গিয়েছে ওই ভিখারিটি আদতে নকল ছিল। একটি যুবকই আসলে ভিখারির বেশে সেজে দোকানে ঢোকে। তার পর আইফোন কেনার কথা জানায়। ভিডিয়োটি দেখার পর নানারকম কমেন্টে ভরে উঠেছে কমেন্ট সেকশন। তাতে এক নেটিজেন লেখেন, ওই ভিখারিকে দোকানে ঢুকতে দিয়েছে, এই তাঁর ভাগ্য ভালো। আবার আরেক নেটিজেন লেখেন, বেশ ভালো করে ভিডিয়োটি শুট করা হয়েছে। মানুষকে ভালোই বোকা বানানো হয়েছে। আরেক নেটিজেন মন্তব্য করেন, একজন ভিখারির সাধারণ জামাকাপড় কেনার ক্ষমতা নেই। অথচ সে ফোন কিনতে চলে এসেছে!