Biden on Gaza Hospital Attack: গাজার হাসপাতালে রকেট হানা চালিয়েছিল ‘অন্য টিম’, আপনারা একলা নন, আমরা আছি, জানালেন বাইডেন

গাজার হাসপাতালে ভয়াবহ রকেট হানা। গোটা বিশ্ব এনিয়ে নিন্দা জানিয়েছে। তবে এবার তেল আভিভে গিয়ে এনিয়ে মুখ খোলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন গাজার হাসপাতালে বিস্ফোরণের পেছেন অন্য টিম দায়ী। আর ইজরায়েল আগেই জানিয়েছিল, প্যালেস্তানিয়ান ইসলামিক জেহাদ নামে একটা জঙ্গি সংগঠনের রকেট লক্ষ্যভ্রষ্ট হয়ে গাজার হাসপাতালে পড়েছে। 

NYT আগেই জানিয়েছিল, মার্কিন ইনটেলিজেন্স জানতে পেরেছে, স্যাটেলাইট আর ইনফ্রারেড ডেটার মাধ্যমে যে সেদিন হাসপাতালে যে রকেট হানা হয়েছিল সেটা ইজরায়েলের দিক থেকে আসেনি। এটা প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠীর দিক থেকে এসেছিল। তবে ইসলামিক জেহাদ গোষ্ঠী এই অভিযোগ মানতে চায়নি।

তবে এই ঘটনার জেরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিন্দার ঝড় উঠছে। ওই হাসপাতালে প্রচুর জখম মানুষের চিকিৎসা হচ্ছিল।  অনেকেই আতঙ্কে আশ্রয় নিয়েছিলেন হাসপাতালে। তাঁদের মৃত্যু হয় রকেট হানায়। হোয়াইট হাউস জানিয়েছে বাইডেন গোটা ঘটনা নিয়ে আব্বাস ও এল সিসিকে ফোন করেছিলেন। 

বাইডেন জানিয়েছেন, আমি আপনাদের জানাতে চাই, আপনারা একলা নন। আপনারা আপনাদের মানুষদের বাঁচানোর চেষ্টা করছেন। আমরা আপনাদের পাশে ধারাবাহিকভাবে থাকব। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, ৭ অক্টোবরের হামাস হামলার বিরুদ্ধে প্রতিশোধ তুলতে যাবেন না। আমেরিকা ৯-১১র পরে যে ভুল করেছিল সেটা করবেন না। 

সেই সঙ্গেই তিনি গাজার সাধারণ মানুষের জন্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ব্যাপারে ইজরায়েলকে রাজি করাতে চান। তিনি এনিয়ে ইজরায়েলের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গেও কথা বলেন। তবে ইজরায়েলের মুখ্যমন্ত্রী জানিয়েছেন গাজার সাধারণ মানুষের জন্য মানবিক সহায়তা হলে সেটা আটকাবে না ইজরায়েল। তবে সেটা যেন হামাস জঙ্গিদের কাছে না যায় সেটা দেখতে হবে। 

তবে রাফাতে প্রচুর ট্রাক দাঁড়িয়ে আছে এই মানবিক সহায়তা নিয়ে। কিন্তু সেগুলি পুরোপুরি যাবে তা নিয়ে সংশয়টা থেকেই গিয়েছে।