Durga Puja 2023: অন্যরকম পুজো: মণ্ডপ থেকে মূর্তি, একা হাতে গড়ে গত ৩ বছর ধরে পুজো করছে ১৫ বছরের বান্টি

‘এবার যেন অন্যরকম পুজো….’ এবার নয় ঠিক, গত ৩ বছর ধরেই। আমরা সকলেই জানি চার থুড়ি পাঁচদিন ধরে দুর্গাপুজোর আয়োজন করাটা কতটা ঝক্কির, দায়িত্বের এবং অবশ্যই ব্যয়সাপেক্ষ। কত পরিকল্পনা এবং পরিশ্রম লাগে। কিন্তু ওই, যদি ইচ্ছে থাকে তাহলে কী না হয়! এটাও যেন তাই। পাতিপুকুরের এক কিশোর গত তিনি বছর ধরে একাই পুজো করে আসছে।

বান্টির পুজো

বান্টি এখনও স্কুলে পড়ে। তার বয়স মাত্র ১৫ বছর। অথচ সে কেবল মাত্র নিজের চেষ্টায়, উদ্যমে একাই দেবীমূর্তি গড়ে, প্যান্ডেল বানায় এবং পুজো করে। গত তিন বছর ধরে তাই করে আসছে। পাড়া প্রতিবেশীরা কেউ কেউ কিছু অর্থ দিয়ে সাহায্য করেন ঠিকই কিন্তু সমস্ত কিছুর দায়িত্ব, পরিকল্পনা ভাবনা এবং গোটা কাজটাই করে সে। ভাবুন, এই বয়স কী অদম্য এক চেষ্টা!

কিন্তু তার কথা অনেকেই জানে না। হয়তো দেখেছেন, কিন্তু বোঝেননি সেই অর্থে। পাতিপুকুরের তেঁতুলতলা রেল কোয়াটারে বান্টি তার এই পুজো করে। এক ব্যক্তি তার সেই ঠাকুর বানানোর ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে সেই কিশোরের ছবি থেকে কাঠামো। কীভাবে সে খড় বেঁধে, মাটি লেপে ঠাকুর তৈরি করে সেটাও উঠে এসেছে এখানে। সে তার কথায় জানায়, ‘বাচ্চারা সাহায্য করে। বাকিটা আমিই করি।’

আরও পড়ুন: পুজো পুজো ফিল মিসিং? বানিয়ে ফেলুন শিউলি ফুলের পকোড়া! ‘বিচুটি পাতা খান’ মন্তব্য নেটপাড়ার

আরও পড়ুন: ‘পুজো প্রেমের বিষয়টা ছোটবেলার, এখন…’ জীবনে বিশেষ মানুষ এল কি দেবচন্দ্রিমার?

একা একা সে কীভাবে প্যান্ডেল বানায় সেটাও দেখা গিয়েছে এখানে। ফুটে উঠেছে দেবীর রং করা থেকে শুরু করে সমস্ত ধাপই। নেটিজেনরা এই ভিডিয়ো দেখে মোহিত হয়ে গিয়েছেন।

কী বলছেন সকলে?

অনেকেই ভালোবাসা জানিয়েছেন তাকে। লাল হৃদয়ের ইমোজি পোস্ট করে ভালোবাসা জানিয়েছেন এই বছর ১৫ এর কিশোরকে। প্রচুর ভিউজ পেয়েছে সেই ভিডিয়ো। আপাতত তার প্যান্ডেল থেকে দেবী মূর্তি সবটাই প্রস্তুত। এখন খালি সেখানে দেবীকে আরাধনা করার পালা।