Ram Temple: বিদেশি অর্থ সহায়তা গ্রহণ করতে পারবে রামমন্দির, অনুমোদন দিল শাহের দফতর

এবার অযোধ্য়ায় রামমন্দির তৈরির ক্ষেত্রে বিদেশি অর্থ গ্রহণ করা যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এনিয়ে অনুমোদন দিয়েছে। মানে এবার শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র তৈরির ক্ষেত্রে বিদেশ থেকেও অর্থ সহায়তা আসতে পারবে। আর সেই অর্থ গ্রহণ করতে পারবে ট্রাস্ট।

মোটামুটি এই বছরের শেষেই রামমন্দির তৈরির কাজ শেষ হতে পারে। এরপর জানুয়ারি শেষ দিকে সম্ভবত ২২ জানুয়ারি অর্থাৎ সামনের বছর রাম মন্দিরের উদ্বোধন হতে পারে।খবর পিটিআই সূত্রে। তার আগে বড় অনুমোদন পেল রামমন্দির কর্তৃপক্ষ। এবার বিদেশি অর্থ সহায়তা গ্রহণ করতে পারবে রামমন্দির কর্তৃপক্ষ। 

সূত্রের খবর দিল্লিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় ট্রাস্টের নামে একটি অ্যাকাউন্ট থাকবে। সেই অ্যাকাউন্টেই অর্থ সহায়তা আসতে পারবে। সেই অর্থে রাম মন্দির ও তার পরিকাঠামো বৃদ্ধির কাজ করা যাবে। 

তারপর্যপূর্ণভাবে এক্ষেত্রে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেক্ষেত্রে বিদেশি সহায়তায় এবার থেকে পুষ্ট হবে রামমন্দির। 

আগামী জানুয়ারি মাসে রামমন্দিরের দরজা খুলে দেওয়া হতে পারে বলে খবর। তার আগে একেবারে জোরকদমে চলছে রামমন্দিরে নির্মাণের কাজ। 

রামমন্দির ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পত রাই এক্স হ্যান্ডেলে লিখেছেন, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট ডিপার্টমেন্ট অনুমোদন দিয়েছে যে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট ২০১০ অনুসারে রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র বিদেশি অনুদান নিতে পারবে। 

তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এফসিআরএ সেকশন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র স্বেচ্ছায় দেওয়া বিদেশি অনুদান নেওয়ার ক্ষেত্রে অনুমোদন দিয়েছে। 

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে তৈরি হচ্ছে অযোধ্যায় রামমন্দির। গোটা দেশের চোখ এখন সেদিকে। আর তার আগে বিদেশি অনুদান পাওয়ার ক্ষেত্রে রামমন্দির যোগ্য বলে অনুমোদন দিল অমিত শাহের দফতর। 

সেক্ষেত্রে রামমন্দির তৈরির ক্ষেত্রে আর আর্থিক সমস্যা হওয়ার কথা নয়। তবে সেই সঙ্গে উল্লেখ করা হয়েছে কেবলমাত্র ১১ সংসদ মার্গে স্টেট ব্যাঙ্কের যে শাখা রয়েছে সেখানেই কেবলমাত্র এই অনুদান পাঠাতে হবে।