আন্দোলনের মঞ্চে বসেই আরও একটা পুজো চাকরিপ্রার্থীদের, পাশে থাকার আশ্বাস সেলিমের

শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো। চারিদিকে এখন উৎসবের মেজাজ। সকলে আনন্দে গা ভাসিয়ে দিয়েছে। সপরিবারে মণ্ডপে মণ্ডপে দেবী দর্শনে যাচ্ছে মানুষ। তখন পরিবারের মানুষদের থেকে দূরে গিয়ে কলকাতায় চাকরির দাবিতে তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ৪১৭ দিন ধরে আন্দোলন চালাচ্ছেন তাঁরা। গতবারের পুজো এই আন্দোলনের মঞ্চেই তাঁদের কেটেছিল। আর এবারের পুজোতেও তাঁরা সেই আন্দোলনের মঞ্চেই বসে। পুজোর সপ্তমীতে সেখানে হাজির হলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সেখানে তিনি চাকরি প্রার্থীদের পাশে থাকার বার্তা দিলেন।

আরও পড়ুন: SSC ওয়েটিং লিস্টে থাকা সব প্রার্থীদের চাকরি দিতে প্রস্তুত, জানালেন শিক্ষামন্ত্রী

এদিন বেলা তিনটা নাগাদ মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেন সিপিএমের রাজ্য সম্পাদক। সেখানে তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এরপরেই তিনি রাজ্য সরকারকে কটাক্ষ করেন। তিনি বলেন, ‘এমন একটা অপদার্থ সরকার যে তারা উৎসবকে ঢাল হিসেবে ব্যবহার করে দেখাচ্ছে সবকিছু ঠিক আছে।’ চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এদেরও উৎসব আছে এদেরও বাড়ি আছে। এরাই আমাদের লক্ষ্মী, সরস্বতী। প্যান্ডেলে যেগুলি প্রতিষ্ঠা করা হচ্ছে সেগুলি শুধুই মূর্তি। সেখানে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে আর এদের প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে। এদের স্কুলে পড়ানোর কথা। কিন্তু সরকার নিয়োগে দুর্নীতি করেছে। এর জন্য একজোট হয়ে আন্দোলন প্রয়োজন। সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা প্রয়োজন। শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর প্রয়োজন।’

চাকরিপ্রার্থীরা জানান, যা নিয়ে তাঁদের লড়াই চলছিল তা চলবে। তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তাঁদের হকের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। চুরি করে বিক্রি করা হয়েছে। শুধু মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে নয়, গান্ধী মূর্তির নিচেও চলছে চাকরি প্রার্থীদের আন্দোলন। এই অবস্থায় প্রার্থীরা চাইছেন তাঁদের সমস্যার সমাধান করা হোক।

চাকরি প্রার্থীরা সেলিমকে পেয়ে এদিন জানান, তাঁদের একটি পুজো এভাবেই কেটে গেল। পরীক্ষা দিয়ে পাশ করার পরেও তাঁদের আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে। সরকার তাঁদের কথা ভাবছে না। সেখানে ছাড়াও সেলিম উচ্চ প্রাথমিক, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, এসএলএসটি-সহ অন্যান্য চাকরিপ্রার্থীদের মঞ্চে যান। সেখানে তাঁদের সঙ্গে দেখা করার পাশাপাশি তাঁদের দাবিদাওয়া শোনেন। আগামী দিনেও সিপিএম তাঁদের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন সেলিম।