Durga Puja 2023: পুজোর মধ্যে সার্কাস! ঝাড়গ্রামের নতুন চমক জানলে অবাক হবেন

শীত এলে পাড়া গায়ে যাত্রা, থিয়েটার ছাড়াও সার্কাসের হিড়িক পড়ে যায়। ঝাড়গ্রামে বেড়াতে যাওয়া পর্যটকরা পেল এমনই এক বাড়তি পাওনা। দুর্গাপুজোতেই সার্কাস শুরু হল ঝাড়গ্রামে। জামদা এলাকার পুর মাঠ জুড়ে শুরু হয়েছে উজালা সার্কাস। রকমারী আকর্ষণীয় খেলা রয়েছে এই সার্কাসে। শুধু ঠাকুর দেখেই নয় সার্কাস দেখেও নিজেদের মন মাতাবেন সাধারণ মানুষ।

শুধু গ্রাম, জঙ্গলের আমেজই নয়, সার্কাসের মজাও পাবেন পর্যটকরা। সব মিলিয়ে এবার ঝাড়গ্রামে দুর্গাপুজো একেবারে অন্যরকম। ব্যালেন্স, ট্রাপিজ ছাড়াও একাধিক মন মাতানো খেলা রয়েছে এই সার্কাসে। এই পুজোয় চুরান্ত রকমের মনোরঞ্জন দেবে ঝাড়গ্রাম। এই পুজোতে হাউসফুল হবে সব শো বলে আশা সার্কাস মালিকের। 

আরও পড়ুন: টানা ৭২ ঘণ্টা ধরে জ্বলছে ৬ ফুটের এই ধূপকাঠি! কোন প্যান্ডেলে দেখতে পাবেন

এই সার্কাসের উদ্বোধন করেছেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। সঙ্গে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, ঝাড়গ্রাম পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ, ভাইস চেয়ারম্যান সুখী সরেন, বিনপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক চুনিবালা হাঁসদা, এছাড়াও ঝাড়গ্রাম পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ।

আরও পড়ুন: ফুচকা দিয়ে পুজো প্যান্ডেল! জানেন কোথায় রয়েছে এই মণ্ডপ

আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলবে উজালা সার্কাস।দুপুর একটা, বিকেল চারটা, সন্ধ্যা সাতটা মোট তিনটে শ্যো দেখতে পাবেন এই সার্কাসেয। প্রবেশ মূল্য ৫০ টাকা গ্যালারির জন্য,  মিডিল চেয়ারের জন্য ৭০ টাকা এবং সামনের চেয়ারের জন্য ১০০ টাকা। সবমিলিয়ে পুজোর চারদিন একেবারে জমজমাটি বনাঞ্চলে ঘেরা ঝাড়গ্রাম।