ODI World Cup Ind Vs NZ: India Vs New Zealand Match Stopped Due To Dense Fog At HPCA Stadium In Dharamshala

ধর্মশালা: ঘন কুয়াশা আর দৃশ্যমানতা কম থাকার দরুণ ম্যাচ নির্ধারিত সময়ে শুরু করা যায়নি, এমন ঘটনা হামেশাই ঘটে। এমনকী, রঞ্জি ট্রফির সময় ইডেন গার্ডেন্সেও (Eden Gardens) অনেকবার নির্ধারিত সময়ের পরে ম্যাচ শুরু হয়েছে কুয়াশার জন্য।

কিন্তু ম্যাচ চলতে চলতে মেঘের মতো কুয়াশার অনুপ্রবেশে চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে, আর বন্ধ রাখতে হচ্ছে ম্যাচ, এরকম ঘটনার কথা শুনেছেন?

স্মরণকালের মধ্যে কেউ মনে করতে পারছেন না। আর বেনজির এই ঘটনাই ঘটল রবিবার বিশ্বকাপে (ODI World Cup) ধর্মশালায় ভারত বনাম নিউজ়িল্যান্ড (Ind vs NZ) ম্যাচে। প্রায় মিনিট ১৫ বন্ধ রাখতে হল ম্যাচ।

ঘটনাটি ভারতীয় ইনিংসের ১৬তম ওভারের। লকি ফার্গুসনের বলে মিসফিল্ড করেন মার্ক চাপম্যান। শ্রেয়স আইয়ারের শট বাউন্ডারি হয়ে যায়। তখনই ফিল্ডার অভিযোগ জানাতে থাকেন যে, মাঠের দৃশ্যমানতা কম। আর ২ বল পরেই, ১৫.৪ ওভারে ম্যাচ থামিয়ে দেন আম্পায়ার। হু হু করে কুয়াশা মাঠে ঢুকে তখন ফ্লাডলাইটের আলোকেও ম্লান করে দিয়েছে। শৈলশহরে অনেক সময় যেমন ঘরের মধ্যে মেঘ ঢুকে আসে। ম্যাচ বন্ধ হওয়ার সময় ভারতের স্কোর ছিল ২ উইকেটে ১০০ রান। ডাকওয়ার্থ লুইস নিয়মে অঙ্ক কষাও শুরু হয়ে যায়। মিনিট পনেরো পর ম্য়াচ ফের শুরু হয়। কুয়াশা কেটে যাওয়ায়।

ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচে কুয়াশায় বিঘ্ন ঘটার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। জনপ্রিয় এক সুগন্ধির বিজ্ঞাপনের ছবি ব্যবহার করে লেখালিখি শুরু হয়। যে বিজ্ঞাপনে ভারতের এক সেনাকে পাক সেনাকর্মী প্রশ্ন করছেন, অউর জনাব, হিন্দুস্তান মে কেয়া চল রহা হ্যায়? জবাবে ভারতীয় সৈনিক বলছেন, ‘ইন্ডিয়া মে তো ফগ চল রহা হ্যায়।’ সেই ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লেখা হতে থাকে, হিন্দুস্তান মে ফগ হি চল রহা হ্যায়। কেউ কেউ নচিকেতা চক্রবর্তীর বিখ্যাত গানের লাইন উদ্ধৃত করে লেখেন, ‘ঘিরে ধরে কুয়াশা যখন…’

 

 

 

তবে সামান্য পরেই ম্যাচ শুরু হওয়ায় ভারত ও নিউজ়িল্যান্ড – দুই শিবিরেই স্বস্তি ফেরে।                                       

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ফল যাই হোক, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দাবিদার ভারতই: টেলর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial