ODI World Cup 2023 Ind Vs NZ Innings Highlights: New Zealand Give Target Of 274 Runs Against India In HPCA Stadium Dharamshala

ধর্মশালা: বলা হচ্ছিল, ক্ল্যাশ অফ দ্য টাইটান্স। কেউ কেউ এমনও বলছিলেন যে, ভারত-পাকিস্তান বা অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথ নয়, বিশ্বকাপের (ODI) সেরা ম্যাচ হতে চলেছে এটাই।

যে ম্যাচে মুখোমুখি ট্রফি জয়ের অন্যতম দুই দাবিদার – ভারত ও নিউজ়িল্যান্ড (IND vs NZ)। রবিবারের আগে দুই দলই টানা ৪টি করে ম্যাচ জিতেছে। রবিবার ধর্মশালায় যে দল জিতবে, তারাই পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে যাবে।

শৈলশহর ধর্মশালার খ্যাতি দলাই লামার আশ্রমের জন্য। সেই শহরেই ধৌলাধার পাহাড়ের বুকে ছবির মতো সাজানো হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার স্টেডিয়াম। আর সেই শান্তিপূর্ণ পরিবেশে বাইশ গজে ধুন্ধুমার লড়াই। রবিবার যে লড়াইয়ের শুরুটা যদি কিউয়ি ব্যাটারদের দাপটের ছবি হয়ে থাকে, তাহলে শেষ লগ্নে ভারতীয় বোলিংয়ের প্রত্যাঘাতের দৃশ্যপট। নিউজ়িল্যান্ড ইনিংসের পেণ্ডুলামও দুলে গেল কখনও ভারতের দিকে, তো কখনও ব্ল্যাক ক্যাপস শিবিরের দিকে।

শুরুতেই ডেভন কনওয়ে (০) ও উইল ইয়ংয়ের (১৭ রান) উইকেট হারিয়ে ১৯/২ হয়ে যাওয়া নিউজ়িল্যান্ডের পক্ষে ম্যাচের সেরা পর্ব তৃতীয় উইকেট পার্টনারশিপ। ১৫৯ রান যোগ করলেন ডারিল মিচেল ও রাচিন রবীন্দ্র। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তিও রবীন্দ্রর প্রতিভা দেখে মুগ্ধ। বিশ্বকাপের অন্যতম সেরা পারফর্মার হবেন রবীন্দ্র, পূর্বাভাস করেছিলেন মহারাজ। রবিবার ৮৭ বলে ৭৫ রানের ইনিংস খেলে ভারতীয় বোলিংকে চাপে রাখলেন রবীন্দ্র।

আর মিচেল সেই চাপকেই কার্যত শ্বাসরূদ্ধ করে তোলার মতো জায়গায় নিয়ে গেলেন। ৪৯.৫ ওভারে মহম্মদ শামির বলে মিচেল যখন আউট হলেন, তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ১২৭ বলে ১৩০ রান। যে কুলদীপ যাদব গোটা টুর্নামেন্টে ব্যাটারদের সন্ত্রস্ত করে রেখেছেন, সেই চায়নাম্যান স্পিনারকে এক ওভারে জোড়া ছক্কা মারল রবীন্দ্র-মিচেল জুটি।

তবু নিউজ়িল্যান্ডের স্কোর যে তিনশো পেরল না, তার নেপথ্যে এমন একজন, যাঁকে টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে খেলানোই হয়নি। পরিবর্তে খেলানো হচ্ছিল শার্দুল ঠাকুরকে। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে যিনি ১০ ওভারে ৫৪ রানে নিলেন ৫ উইকেট। ৫০ ওভারে ২৭৩ রানে অল আউট হয়ে গেল নিউজ়িল্যান্ড। ম্যাচ জিততে ভারতের সামনে লক্ষ্য ২৭৪ রানের। রোহিত শর্মা-বিরাট কোহলিদের সামনে এবার কিউয়ি বোলারদের বিরুদ্ধে লক্ষ্যপূরণ করার চ্যালেঞ্জ।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ফল যাই হোক, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দাবিদার ভারতই: টেলর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial