ODI World Cup 2023: Mohammed Shami Claims It Is Difficult To Stay Motivated While Not Playinh

ধর্মশালা: ১০ ওভার ৫৪ রান পাঁচ উইকেট এবং একাধিক রেকর্ড। মহম্মদ শামি (Mohammed Shami) বিশ্বকাপের (ODI World Cup 2023) প্রথম চার ম্যাচে সুযোগ না পেলেও, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) ম্যাচেই প্রথমবার সুযোগ পান। আর প্রথম সুযোগেই ধামাকা। তারকা ভারতীয় বোলার দলে সুযোগ না পাওয়া নিয়ে বারংবার একাধিক মহলে প্রশ্ন উঠেছে। তবে শামি সুযোগ পেয়েই নিজের দক্ষতা প্রমাণ করে দিলেন। ম্যাচ শেষে কিন্তু তারকা বোলার অকপটে স্বীকার করে নিচ্ছেন যে দলে সুযোগ না পেয়ে নিজেকে উদ্বুদ্ধ রাখাটা, তাঁতিয়ে রাখাটা খুব কঠিন।

অবশ্য় দলের স্বার্থে একাদশের বাইরে থাকাটা মেনে নিতেই হয়। অতীতে এই জবাবই বহুবার দিয়েছেন তারকা বোলার। স্বপ্নের বোলিংয়ের পরেও তাঁর মুখে খানিকটা একই সুর। দলের নাগাড়ে জয়ে তাঁকে একাদশের বাইরে থাকতে হলেও সেই নিয়ে ভেঙে পড়ার মানে হয় না বলে শামির মত। তিনি বলেন, ‘আমি তো এতদিন বেঞ্চে বসে খেলা দেখছিলাম শুধু। আমি তো তখনই পারফর্ম করতে পারব, যখন আমায় সুযোগ দেওয়া হবে। খেলার সুযোগ না পেলে নিজেকে মানসিকভাবে উদ্বুদ্ধ রাখাটা কঠিন। তবে দল ভাল পারফর্ম করলে এবং সাজঘরের পরিবেশটা ইতিবাচক হলে বাইরে বসে থাকতে হলেও, ভেঙে পড়ার মতো কিছুই থাকে না। কারণ আমরা সকলেই দলের অঙ্গ, বিশ্বকাপ দলের অঙ্গ। সকলকে একে অপরের সাফল্য উপভোগ করা উচিত।’

এই ম্যাচের পর বেশ কয়েকদিনের বিশ্রাম। রবিবার, ২৯ অক্টোম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের পরের ম্যাচ। এই সময়টা দলের তারকা ঠিক কী করবেন? তাঁরা কি বিশ্রাম নেবেন? শামি জানাচ্ছেন, ‘প্রথমত বিশ্রাম নিয়ে আবার চাঙ্গা হয়ে উঠাটা খুব গুরুত্বপূর্ণ। পর পর ম্যাচ খেললে, তার ফাঁকে শরীরকে বিশ্রাম দেওয়াটাও জরুরি। অনেকে বাইরে থেকে ভাবতে পারেন যে ছুটি পেলে ক্রিকেটাররা একে অপরের থেকে সম্পূর্ণ বিছিন্ন হয়ে যান। তবে এটা সত্যি নয়। আমরা সকলেই তো এক লক্ষ্যে ব্রত। এই ফাঁকা সময়টাতেও আমরা কোনও না কোনওভাবে নিজেদের ব্যস্ত রাখি। ছুটি বলতে তো কিছুই হয়না। কোনও ছুটিরদিন নেই।’ 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: অউর জনাব, কেয়া চল রহা হ্যায়… ধর্মশালায় বেনজির কাণ্ড, কুয়াশায় বন্ধ ম্যাচ