Passport Scam: পাসপোর্ট দুর্নীতিতে CBIএর হাতে গ্রেফতার কলকাতা পাসপোর্ট অফিসের আরও ৪ আধিকারিক

পুজোর মধ্যেই পাসপোর্ট দুর্নীতির তদন্তে সিবিআই হানায় তোলপাড় পড়েছিল রাজ্যজুড়ে। সেই ঘটনায় এবার আরও ৪ পাসপোর্ট আধিকারিককে গ্রেফতার করল সিবিআই। ধৃতরা প্রত্যেকে কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মী। তাদের হেফাজতে নিয়েছেন গোয়েন্দারা। এই নিয়ে এই ঘটনায় ৬ জন পাসপোর্ট আধিকারিক ও ৪ জন এজেন্টকে গ্রেফতার করল সিবিআই।

সংবাদসংস্থা PTI জানিয়েছে, কলকাতা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সিনিয়র পাসপোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত উত্তম কুমার, দেবাশিস ভট্টাচার্য, নীতীশ বরণ সাহা ও স্টেনোগ্রাফার মণীষ কুমার গুপ্ত। তাঁদের আদালতে পেশ করে ২৫ অক্টোবর পর্যন্ত হেফাজতে নিয়েছে সিবিআই। এদের বিরুদ্ধে জেনে বুঝে নকল নথি জমা নিয়ে ৬০ জন নেপালি নাগরিককে পাসপোর্ট দেওয়ার অভিযোগ রয়েছে।

সিবিআইয়ের তদন্তকারীরা জানাচ্ছেন, মোটা টাকার বিনিময়ে নেপালি নাগরিকদের ভুয়ো ভারতীয় নথি বানাতেন দালালরা। তার পর সেই নথি জমা পড়ত গ্যাংটক পাসপোর্ট অফিসে। সেখানে কলকাতা থেকে নির্দিষ্ট সময় পর পর পাসপোর্ট আধিকারিকদের বদলি করা হয়। তাদের সঙ্গে হাত মিলিয়ে পুলিশ ও ডাক বিভাগের কর্মীদের একাংশের সাহায্যে ভুয়ো পাসপোর্ট তৈরি করত এজেন্টরা। ডাক বিভাগের পোস্ট ম্যানকে ঘুষ দিয়ে সেই পাসপোর্ট নিয়ে নিতেন তাঁরা। এর পর মোটা টাকার বিনিময়ে তা বিক্রি করতেন নেপালি নাগরিকের কাছে।