Suvendu Adhikari: পুজোর মধ্যে তৃণমূল ভবনের কাছেই TMC-র মদতে চলছে পুকুর ভরাট, নালিশ শুভেন্দুর

দুর্গাপুজোর আনন্দে যখন মাতোয়ারা গোটা রাজ্য তখন তৃণমূলের সদর দফতর থেকে ঢিল ছোড়া দূরত্বে তৃণমূলেরই মদতে চলছে পুকুর ভরাট। এমনই অভিযোগ করে নবমীর বিকেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। একটি ভিডিয়ো পোস্ট করে এই দাবি করেছেন তিনি।

শুভেন্দুবাবুর দাবি, তৃণমূল ভবনের থেকে ঢিল ছোড়া দূরত্বে কলকাতা পুরসভার ৬৬ নম্বর ওয়ার্ডে ২০ বিঘা সরকারি জমি ভরাটের কাজ চলছে পুজোর মধ্যে। স্থানীয় এক প্রোমোটার তৃণমূলের মদতে পুজোর মধ্যে পুকুর ভরাট করছেন। এর সঙ্গে তৃণমূলের কাউন্সিলর ও মন্ত্রীরা জড়িত বলেও দাবি করেছেন তিনি।

শুভেন্দুবাবু জানিয়েছেন, পুরসভার রেকর্ডে ওই জমির একাংশ শালি ও অন্য অংশটি জলাভূমি বলে উল্লেখ করেছে। সেখানে বহু বছর ধরে বেশ কিছু উদ্বাস্তু বসবাস ও চাষ আবাদ করতেন। তাদের আগেই সেখান থেকে গায়ের জোরে সরিয়ে দেওয়া হয়েছে। এব্যাপারে বিজেপির তরফে কসবা থানায় অভিযোগ দায়ের করা হলেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

শুভেন্দুবাবু আশঙ্কা, শালি জমিতে বহুতল নির্মাণ হলে পরিবেশের ওপর প্রভাব পড়তে পারে। জলা জমি ভরাট করা হলে ভেঙে পড়তে পারে এলাকার নিকাশি ব্যবস্থা।