Cyclone Hamoon: বাংলাদেশে প্রবেশ করছে ঘূর্ণিঝড় হামুন, জেনে নিন এরাজ্যে পড়তে পারে কতটা প্রভাব?

ভূভাগে প্রবেশ করল ঘূর্ণিঝড় হামুনের কেন্দ্র। মঙ্গলবার রাত ১০টা নাগাদ ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি বাংলাদেশের কুতুবদিয়া সৈকত দিয়ে ভূভাগে প্রবেশ করেছে। যার জেরে বাংলাদেশের দক্ষিণ অংশে তুমুল বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে চলেছে। ইতিমধ্যে উপকূলবর্তী এলাকা থেকে নাগরিকদের সরিয়েছে বাংলাদেশ সরকার।

ভূভাগে প্রবেশের হারে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় হামুন ফের অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে পশ্চিমবঙ্গের ওপর থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব পুরোপুরি কেটে গিয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে আর কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার। ফিরবে শরতের আবহাওয়া। ধীরে ধীরে কমবে তাপমাত্রা।

তবে ত্রিপুরাসহ উত্তরপূর্বের বিস্তীর্ণ এলাকায় মঙ্গলবার রাতে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। যার জেরে হড়পা বান ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।