Fans At Wankhede Stadium To Get Free Popcorn And Cold Drinks During ODI World Cup 2023 Matches

মুম্বই: রমরমিয়ে চলছে ৫০ ওভারের বিশ্বকাপ (ODI World Cup 2023)। ইতিমধ্যেই মেগা টুর্নামেন্ট দুই সপ্তাহ পার করে তৃতীয় সপ্তাহে পৌঁছে গিয়েছে। টুর্নামেন্টে দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে টিম ইন্ডিয়া। ষষ্ঠ ম্যাচে রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন রোহিত শর্মারা। তারপরেই, ২ নভেম্বর সেই ঐতিহাসিক বিশ্বজয়ের ম্যাচের পর আবার বিশ্বকাপে ওয়াংখেড়েতে (Wankhede Stadium) শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত (IND vs SL)। সেই ম্যাচে উপস্থিত দর্শকদের জন্য থাকছে বিশেষ বন্দোবস্ত।

চলতি বিশ্বকাপে চিপক, নরেন্দ্র মোদি স্টেডিয়ামের মতো মাঠে দর্শকদের জন্য বিনা খরচায় মিনারেল জলের ব্যবস্থা ছিল। এবার একধাপ এগিয়ে গিয়ে ওয়াংখেড়ে থাকছে পপকর্ন, কোল্ড ড্রিঙ্কসের বন্দোবস্ত।  তাও আবারও সম্পূর্ণ বিনামূল্যে। মুম্বই ক্রিকেট সংস্থার সভাপতি অমল কালে (Amol Kale) এক বিবৃতিতে ইতিমধ্যেই সেই কথা জানিয়ে দিয়েছেন। দর্শকরা নির্দিষ্ট কাউন্টারে নিজেদের টিকিট দেখালেই মিলবে পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস। ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ তো বটেই, বিশ্বকাপের সেমিফাইনালেও এই পরিষেবা উপলব্ধ থাকবে।

বিবৃতিতে অমল জানান, ‘আমি বিশ্বকাপের ম্যাচ দেখতে আসা সকল দর্শকদেরকে বিনামূল্য পপকর্ন এবং কোল্ড ড্রিঙ্কস দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম। হসপিটালিটি বক্স বাদে বাকিদের জন্য এই বন্দোবস্ত উপলব্ধ থাকবে। নির্দিষ্ট কাউন্টারে দর্শকদের টিকিট দেখাতে হবে। সেই টিকিটে ছাপ দেওয়ার পরই প্রতিটি দর্শককে বিনামূল্যে পপকর্ন এবং কোল্ড ড্রিঙ্কস দেওয়া হবে। এমসিএ-র তরফে এর সম্পূর্ণ খরচ বহন করা হবে। ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ থেকেই আমরা এই বন্দোবস্ত চালু করছি, যা সেমিফাইনালেও উপলব্ধ থাকবে। এমসিএ-র কার্যনির্বাহী কমিটির সদস্যরা এই প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন।’

মুম্বইয়ের বীভৎস গরমে ক্রিকেটারদেরও বিপাকে পড়তে হয়েছে। ম্যাচের মাঝেই হেনরিখ ক্লাসেনদের গরমে কাহিল হয়ে পড়তে দেখা গিয়েছে। এই প্রচণ্ড গরমে তাই দর্শকদের কথা মাথায় রেখেই সম্ভবত তাঁদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২ নভেম্বর ভারত বনাম শ্রীলঙ্কার পরে মুম্বইয়ের এই মাঠেই অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান একে অপরের মুখোমুখি হবে। ১৫ নভেম্বর বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচও খেলা হবে ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে ভেন্যু ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এছাড়া ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগেরদিন সচিন তেন্ডুলকরের বিরাট মূর্তি উন্মোচনেরও পরিকল্পনা রয়েছে মুম্বই ক্রিকেট সংস্থার।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বিপর্যস্ত বাংলাদেশ, ১৪৩ রানে জিতে লিগ তালিকায় দুইয়ে দক্ষিণ আফ্রিকা