Jharkhand Accident: বিসর্জ্জনের সময় ব্রেক ফেল! দু’জনকে পিষে দিল প্রতিমা-সহ ট্রাক

বিসর্জ্জনের সময় মর্মান্তিক দুর্ঘটনা হল জামসেদপুরের বিস্তুপুরে। প্রতিমা বহন করে নিয়ে যাওয়া ট্রাকের ধাক্কা দুজনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন।

পুলিশ জানিয়েছে, একটি ট্রাকে করে প্রতিমা নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা হয়। ট্রাকটি ব্রেক ফেল করে হঠাৎ পিছনের দিকে চলতে শুরু করে। পিছনের পুজোর উদ্যোক্তাদের বেশ কয়েক জন গাড়ির নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। বাকিদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকটি ব্রেক ফেল করার পর চালক লাফ দিয়ে নেমে পালিয়ে যায়। পিছনে থাকা পুজো কমিটির সদস্যদের অনেকেই গাড়ি নিচে পড়ে যায়।

মঙ্গলবার কিটাডিহা দুর্গাপুজো কমিটির বিসর্জ্জনের সময় এই দুর্ঘটনা হয়। পূর্ব সিংভূমের ডেপুটি কমিশনার মঞ্জুনাথ ভজন্ত্রী জানিয়েছে, আহতদের বিস্তুপুরে টাটা মেন হাসপাতালে চিকিৎসা চলছে।

(পড়তে পারেন। পুজোকে সেরার স্বীকৃতি রাজভবনের, তালিকায় রয়েছে কারা?)

ঘটনার হাসপাতালে আহতদের দেখতে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং জামসেদপুর পশ্চিমের বিধায়ক বান্না গুপ্তা। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন যান আহতদের যথাপোযুক্ত চিকিৎসা হয়। বিসর্জ্জনের দিন এই দুর্ঘটনায় শোকে ভেঙে পড়েছেন পুজো উদ্যোক্তরা।