Viral video: মদের ট্যাঙ্কে প্রস্রাব করছেন এক ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো দেখে উত্তাল জনতা

মদ ভেবে যাতে‌ আরামের চুমুক দিলেন, সে হয়তো আদতে মদই নয়। হতেই পারে হালকা হলুদ ওই পানীয় আসলে কারও প্রস্রাব! হিন্দি সিনেমায় এমন দৃশ্য আগেই শুট করা হয়েছে।‌ মদের বোতলে প্রস্রাব করতে দেখা গিয়েছে ভিলেনকে। সেটাই ঢকঢক করে গিলে তৃপ্তি পেয়েছেন পার্শ্ব অভিনেতা। কিন্তু এই ঘটনা সত্যি সত্যিই ঘটার আশঙ্কা তৈরি হল। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। তাতে দেখা গিয়েছে, মদ বানানোর কারখানায় এক কর্মী অপকর্ম করছেন। যে বিশাল এলাকায় বিয়ার তৈরি করা হয়, সেখানে দেওয়াল ঘেঁসে তাঁকে প্রস্রাব করতে দেখা গিয়েছে।

আরও পড়ুন: বছরে ৩০০ পুরুষের সঙ্গে সহবাস! নয়া রেকর্ড গড়লেন এই অজি ‘কন্টেন্ট ক্রিয়েটার’

কয়েক সেকেন্ডের ওই ভিডিয়োর রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে‌। যে সংস্থার কারখানায় এমন কাণ্ড ঘটেছে, সেই সংস্থার বিরুদ্ধে সরব হন নেটিজেনরা। সংস্থার বিয়ারের গুণমান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এমনকি সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও তোলেন কেউ কেউ। সাধারণত মদের উৎপাদন ব্যাচ অনুযায়ী হয়। ঠিক কোন ব্যাচের উৎপাদনে ওই প্রস্রাব মিশে রয়েছে তা বোঝা যায়নি। তবে ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে সংস্থা ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে। সংস্থার দাবি, যেই ব্যাচ উৎপাদনের সময় কর্মী প্রস্রাব করেছেন, সেই ব্যাচের গোটা উৎপাদন বাতিল করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাচ্চারাও ঘামে, তাদের গায়ে কেন দুর্গন্ধ হয় না? আসল কারণ হয়তো অনেকেরই অজানা

এছাড়াও জনরোষ সামলাতে সংস্থা দ্রুত একটি অভ্যন্তরীণ কমিটি গড়েছে। এই ঘটনার পিছনে দায়ী সকলের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। কর্মীকেও চিহ্নিত করা হয়েছে বলে খবর। ইতিমধ্যেই জনস্বাস্থ্য আধিকারিকেরা এই ঘটনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, ঘটনাটি ঘটেছে চিনে‌। সেখানে একটি মাদক পানীয় উৎপাদনকারী সংস্থা হল শিংটাও। সেই সংস্থার কারখানাতেই এমন কাণ্ড ঘটতে দেখা গিয়েছে।

ভিডিয়োটি কার মোবাইলে তোলা হয়েছে সে নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের অনেকের মত, যিনি ভিডিয়ো করেছেন ও যিনি প্রস্রাব করেছেন, তাঁরা কেউই সংস্থার কর্মচারী নন। সেক্ষেত্রে সংস্থার বদনামের চেষ্টাও থাকতে পারে বলে মনে করা হচ্ছে‌‌।‌তবে এই নিয়ে কোনও মতামত করেনি সংস্থার শীর্ষ আধিকারিকরা‌। পূর্ণাঙ্গ তদন্তের পরেই জানা যাবে এ আদতে সংস্থার কোনও কর্মীর কাজ কি না।