Mark Zuckerberg: মেয়ের বিনুনি বাঁধছেন জুকেরবার্গ, শিখলেন কীভাবে? ফাঁস করলেন সেই রহস্য

বাবাও কখনও কখনও মেয়ের চুলের বিনুনি বেঁধে দেন। বাবা-মেয়ের সুন্দর সম্পর্কের এই দিকটা সত্যি মন ভালো করে দেওয়ার মতোই। তবে এই বাবা যদি হন মার্ক জুকেরবার্গ? তাহলে তা খবরের শিরোনামে আসতেই পারে। এলও তাই। তবে এই খবরের সঙ্গে জড়িয়ে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। মেটা কর্তা মার্কের সংস্থা যা নিয়ে কাজ করে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন মেটার মালিক। তাতে তাঁকে মেয়ের চুলে বিনুনি বাঁধতে দেখা গিয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই মন জয় করে ফেলেছে সারা নেটদুনিয়ার। 

আরও পড়ুন: বিজয়া দশমী সুন্দর হোক প্রিয়জনের প্রীতিতে, কাছের মানুষকে পাঠান দিনটির শুভেচ্ছা

তবে মার্ক যে বিনুনি বাঁধতে জানেন তা কিন্তু নয়। তবে শিখে নিতে তাঁর আপত্তি নেই। কিন্তু শেখাবে কে? মার্ককে এই ব্যাপারেই সাহায্য করতে এগিয়ে আসে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ‘মেটা,  কীভাবে চুলে বিনুনি করতে হয়?’ এই ছিল মার্ক জুকেরবার্গের প্রশ্ন। মেটা হল ক্লাউড বেসড ভয়েস সার্ভিস ডিভাইসটির নাম। এর মধ্যে পোরা রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজিগুলি। জুকেরবার্গের প্রশ্ন শুনতেই মেটা বলে দেয় বিনুনি করার কায়দাটা। ঠিক যেভাবে বাড়ির বড়রা শিখিয়ে দেয় কোনও কাজ। প্রসঙ্গত, মেয়েকে সামনে বসিয়ে চিরুনি নিয়ে তৈরি ছিলেন মার্ক। মেটা নির্দেশ দিতেই চুল আঁচড়াতে শুরু করেন তিনি। 

আরও পড়ুন: কলকাতার বাইরেও এক পুজোতেও থিম এবার ডিজনিল্যান্ড! কোথায় জানেন

মেটা তাঁকে নির্দেশ দেয় প্রথমে চুল আঁচড়ে জট ছাড়িয়ে নিতে হবে। এর পর চুলটাকে তিনটে ভাগ করে নিতে হবে। ডানদিকের ভাগটাকে মাঝের ভাগের উপর দিয়ে ঘুরিয়ে বাঁদিকে আনতে হবে। একইভাবে বাঁদিকেরটা ঘুরিয়ে ডানদিকে। এভাবে করতে থাকলেই তৈরি বিনুনি। মেটার নির্দেশ মেনে কয়েক সেকেন্ডেই বিনুনি বেঁধে ফেলেন মার্ক। এর পর তাঁর মেয়ে একটি রাবার ব্যান্ড এগিয়ে দেয় বাবার দিকে, চুলের আগায় বেঁধে দেওয়ার জন্য।

ভিডিয়োটি শেয়ার করতেই প্রচুর লাইক ও কমেন্টে ভরে উঠেছে। ইনস্টাগ্রামের পোস্টে নেটিজেনরা কমেন্ট করেছেন বাবা-মেয়ের রসায়ন নিয়ে। অনেকে আবার প্রযুক্তির কেরামতি দেখে অবাক হয়েছেন। মার্ক জুকেরবার্গের কথা অবশ্য ভিডিয়োতেই স্পষ্ট। রোজই নতুন কিছু না কিছু শেখার থাকে। তাঁর জন্য তিনি ধন্যবাদ জানান মেটা এআইকে।