Tumor Operation: ৪ মিনিটের অস্ত্রোপচারে ধমনী থেকে টিউমার বাদ দিয়ে রোগীর জীবন বাঁচালেন চিকিৎসরা

চিকিৎসকের তৎপরতায় প্রাণে বাঁচলেন রোগী। গলায় টিউমারের কারণে রোগীর মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত পৌঁছচ্ছিল না, যে কারণে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারত। কিন্তু, মাত্র ৪ মিনিটের অস্ত্রোপচারে টিউমার কেটে বাদ দিয়ে ধমনীর একটা অংশ পুনর্নির্মাণ করে রোগীকে নতুন জীবন দান করলেন চিকিৎসকরা। এমনটা সম্ভব হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের তৎপরতায়। ওই রোগীর নাম রাজেশ রাউত। 

আরও পড়ুন: গর্ভবতী নয়, ফোলা পেট কেটে বের হল ৬ কেজির টিউমার

জানা গিয়েছে, জীবনদায়ী ওষুধ পৌঁছানোর কাজ করেন রাজেশ। কয়েকদিন ধরে তাঁর গলার ডান দিকের উপরে ব্যথা করছিল। তিনি চিকিৎসার কাছে যান। সেখানে তিনি পরীক্ষা করিয়ে জানতে পারেন তাঁর ধমনীতে ক্যারোটিড বডি টিউমার হয়েছে। চিকিৎসকদের কথায়, মানব শরীরের ক্যারোটিড আর্টারি দুইভাগে বিভক্ত। একটি মস্তিষ্কে রক্ত সঞ্চালন করে। সেটি হল ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং অন্যটি হল এক্সটারনাল ক্যারোটিড আর্টারি। এটি গলার আশেপাশে রক্ত সঞ্চালন করে। রাজেশ রাউতের ক্ষেত্রে ইন্টারনাল ক্যারোটিড আর্টরিতে টিউমার হয়েছিল। যার ফলে ওই ক্যারোটিড আর্টারির ৪ ভাগের মধ্যে ৩ ভাগ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এতে স্বাভাবিকভাবেই পর্যাপ্ত রক্ত মাথায় যাচ্ছিল ছিল না। 

চিকিৎসকরা তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দেন। তিনি বেশ কয়েকটি হাসপাতালে গিয়েছিলেন। তবে অস্ত্রোপচারের ঝুঁকি নিতে চায়নি কেউ। শেষ পর্যন্ত অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালে তিনি ভর্তি হন। সেখানে ইএনটি বিশেষজ্ঞ ডা. শান্তনু পাঁজা, ভাস্কুলার সার্জন ডা. তমাশিস মুখোপাধ্যায় তাঁর অস্ত্রোপচার করেন।

তবে এই অস্ত্রোপচার করা সহজ ছিল না বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। কারণ এর জন্য রোগীর মাথায় রক্ত সঞ্চালন বন্ধ রাখা প্রয়োজন ছিল। আবার ৪ মিনিটের বেশি রক্ত সঞ্চালন বন্ধ থাকলে সে ক্ষেত্রে মস্তিষ্কের কোষ মরতে শুরু করে। তাই ৪ মিনিটের মধ্যে ড্যাক্রন ভাস্কুলার গ্রাফটের মাধ্যমে ইন্টারনাল ক্যারোটিড আর্টারির টিউমারের মাংসপিণ্ড কেটে বাদ দেওয়া হয় এবং অংশটি পুনর্নির্মাণ করা হয়।

চিকিৎসক শান্তনু পাঁজা জানান, ব্লাড ভেসেলে টিউমার হলে সেক্ষেত্রে অস্ত্রোপচার করলে প্রচুর রক্তক্ষরণ হয়ে থাকে। তারফলে রোগীর মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। তাই চিকিৎসকদের নিপুন হাতে শেষ পর্যন্ত অস্ত্রোপচার সম্পন্ন হয়। রোগী বর্তমানে সম্পূর্ণ সুস্থ। এর জন্য তিনি চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন।