গাজায় ট্যাংক নিয়ে ‘লক্ষ্যস্থলে অভিযান’ চালিয়েছে ইসরায়েল

উত্তর গাজায় সাঁজোয়া ট্যাংক নিয়ে ‘লক্ষ্যস্থলে অভিযান’ চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এই হামলার কথা বলেছে ইসরায়েল সেনাবাহিনী। স্থল অভিযানের জন্য প্রস্তুত দেশটির সেনাবাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ইসরায়েল সেনাবাহিনী বলেছে, যুদ্ধের পরবর্তী প্রস্তুতি হিসেবে উত্তর গাজার লক্ষ্যস্থলে অভিযান পরিচালনা করেছে ইসরায়েল প্রতিরক্ষাবাহিনী। প্রতিরক্ষাবাহিনী আরও জানিয়েছে, অভিযান শেষে সেই স্থান ছেড়ে চলে গেছে সেনারা।

বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনের গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু কবে থেকে গাজায় ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরু করবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি নেতানিয়াহু।

৭ অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের আজ ২০ দিন। ইসরায়েল সরকার জানিয়েছে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।  ২২২ ইসরায়েলিকে জিম্মি করেছে হামাস।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ছয় হাজার ৫৪৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে শিশুর সংখ্যা দুই হাজারের বেশি। জাতিসংঘের হিসাবমতে, এখন পর্যন্ত গাজায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১৪ লাখ মানুষ।