8 never-before-seen viruses in China: আরও অতিমারির ভয়! নতুন ৮ ভাইরাসের খোঁজ চিনে, শুরু হল পরীক্ষা

এখনও করোনার স্মৃতি সকলেরই মনে তাজা। এক ফোঁটাও কমেনি করোনার সেই দিনগুলির আতঙ্ক। এই অবস্থায় আবার এক ভয়ের কথা শোনালো চিন। সেখানে নতুন করে দেখা দিল অতিমারির ভয়।

করোনা সংক্রমণ, লকডাউনের ফলে বিশ্ব অর্থনীতির চেহারাই বদলে গিয়েছে। বহু মানুষ যেমন খুঁজে পেয়েছে উপার্জনের নতুন পথ, তেমনই বহু মানুষ কাজ হারিয়েছেন। এর সঙ্গে মৃত্যু, শারীরের নানা সমস্যা, আতঙ্ক, পাকাপাকি ক্ষতির কথা তো কেউ-ই বা ভুলতে পেরেছেন? বর্তমানে সেই আতঙ্ক বেশির ভাগ মানুষই কাটিয়ে উঠেছেন। কিন্তু এখনও অনেকেরই প্রশ্ন, আবার সেই দিনগুলি ফিরে আসবে না তো?

এমনই প্রশ্ন আবার নতুন করে উসকে দিয়েছে চিন থেকে আসা খবর। জানা গিয়েছে, চিনে এমন নতুন ৮টি ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে, যেগুলির যে কোনও একটি থেকেই আবার মারাত্মক অতিমারি সৃষ্টি হতে পারে। আর এই খবর আসতে না আসতেই তড়িঘড়ি সেই সব ভাইরাস নিয়ে গবেষণা শুরু করেছে চিন।

(আরও পড়ুন: প্রেশারের রোগীও খেতে পারেন নিমকি-ভাজাভুজি! সুস্থ থাকতে সঙ্গে খান এটিও)

জানি গিয়েছে, চিনের এই দ্বীপে এই নতুন আটটি ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। মূলত ইঁদুর বা ছুঁচো জাতীয় প্রাণীর শরীরের এই ভাইরাসগুলি রয়েছে। সঙ্গে সঙ্গেই এই প্রাণীদের থেকে সেই ভাইরাসগুলি সংগ্রহ করে সেগুলি নিয়ে গবেষণা শুরু করেছেন চিনের বিজ্ঞানীরা। দ্বীপের নানা জায়গা থেকে এই ভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই প্রাণীদের লালা এবং মলদ্বার থেকে তরল সংগ্রহ করে, তাতে ভাইরাসগুলির অস্তিত্ব পাওয়া গিয়েছে। কিন্তু কেন এগুলি নিয়ে এত ভয় বিজ্ঞানীদের?

বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী দিনে এই ভাইরাসগুলির মধ্যে বিবর্তন হতে পারে। তার লক্ষণ স্পষ্ট। এই ভাইরাসগুলি বিবর্তনের ফলে অন্য প্রাণীর শরীরে পৌঁছে যেতে পারে। এবং সেখানেই শেষ নয়। এগুলি বিবর্তনের মাধ্যমে এমন ভাবে রবপ বদল করতে পারে যে, এগুলি অচিরেই মানুষকেও সংক্রমিত করতে পারে। আর ভবিষ্যতে তেমন কিছু ঘটা মোটেই অস্বাভাবিক নয়। আর সেই কারণেই এখন থেকেই তড়িঘড়ি প্রস্তুত হতে চাইছেন তাঁরা। সেই কারণেই চলছে পরীক্ষা। এমন ভাইরাস যদি আবার অতিমারির সৃষ্টি করে, তাহলে আগাম তার প্রতিষেধক বা টিকা বানিয়ে ফেলতে চাইছেন তাঁরা। সেই কারণেই শুরু হয়েছে পরীক্ষা। এমনই জানা গিয়েছে সংবাদমাধ্যম সূত্রে।