Durga Puja Carnival: কার্ড নেই? তাও কি কলকাতায় দুর্গাপুজোর কার্নিভালে ঢুকতে পারবেন? জানিয়ে দিলেন মমতা

দুর্গাপুজোর কার্নিভালের কার্ড নেই? তাহলে দুর্গাপুজোর কার্নিভাল দেখতে যেতে পারবেন? সেই উত্তরটা দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, ‘এখানে (কলকাতায়) যে কার্নিভাল হবে, তাতে সবারে করি আহ্বান।’ সঙ্গে তিনি বলেন, ‘এটা ভাববেন না যে কার্ড ছাড়া ঢুকতে পারবেন না। কার্ড ছাড়াও ঢোকা যাবে। যাঁরা আসবেন, তাঁরা দাঁড়িয়ে দেখতে পারবেন। যতদূর লাইন যায়, যাবে। কোনও অসুবিধা নেই। একদম পুরোটাই চেয়ার রেখেছি আমরা। যখন চেয়ার ভরে যাবে, তখন নীচে বসেও দেখতে পারবেন আপনারা। আর দাঁড়িয়েও দেখতে পারবেন।’ 

কখন শুরু হবে রেড রোডের কার্নিভাল? 

শুক্রবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের আয়োজন করা হয়েছে। বিকেল ৪ টে ৩০ মিনিট থেকে কার্নিভাল শুরু হবে। দুর্গাপুজো ইউনেসকোর হেরিটেজ তকমা পাওয়ায় এবার আরও জাঁকজমকপূর্ণভাবে কার্নিভালের আয়োজন করা হচ্ছে। প্রাথমিকভাবে রাজ্য সরকারের অনুমান, এবার কার্নিভালে অংশগ্রহণ করবে ১০০টি পুজো কমিটি। সেইমতোই প্রস্তুতি চালানো হচ্ছে। উল্লেখ্য, গতবার ১০০টি কমিটিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এসেছিল ৯৯টি পুজো কমিটি।

আরও পড়ুন: Durga Puja Carnival 2023: দশমীতে ভাসান রীতি মেনেই নিরঞ্জন, কার্নিভালে থাকছে না কোন কোন পুজো?

কলকাতা পুলিশ সূত্রে খবর, হেস্টিংসের দিক থেকে বিভিন্ন পুজো কমিটির ট্যাবলো আসবে রেড রোডে। ট্যাবলো প্রদর্শনের পর ইডেন গার্ডেন্সের দিকে চলে যাবে ট্যাবলোগুলি। যে পুজো কমিটিগুলি সেখানে প্রতিমা নিরঞ্জন করতে চাইবে, তারা সেখানেই নিরঞ্জন করতে পারবে। কোনও পুজো কমিটি যদি অন্যত্র প্রতিমা নিরঞ্জন করতে চায়, তারা সেটা করতে পারবে। সেই ব্যবস্থা করে দেবে পুলিশ।

কার্নিভালের মেট্রো ও বাস পরিষেবা

কার্নিভালের জন্য বাড়তি মেট্রো এবং বাস চালানো হবে। রেড রোডের কার্নিভালের শেষে ১৩টি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। এসপ্ল্যানেড-নিউ টাউনের মধ্যে দুটি এস-১২ চালানো হবে। হাওড়া-গড়িয়ার মধ্যে চলবে এস-৭ বাস। এসপ্ল্যানেড-পাটুলির মধ্যে দুটি এস-১০ বাস, আমতলা-এসপ্ল্যানেডের মধ্যে এসি-৫২ বাস এবং এসপ্ল্যানেড-গড়িয়ার মধ্যে দুটি এস-৫ বাস চলবে। তাছাড়াও একাধিক রুটে বাস চালানো হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।

প্রথম মেট্রো কখন চলবে?

১) দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৬ টা ৫০ মিনিট।

২) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৬ টা ৫০ মিনিট।

৩) দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৬ টা ৫৫ মিনিট।

৪) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা।

শেষ মেট্রো কখন চলবে?

১) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৫৮ মিনিট।

২) দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ১১ টা ১০ মিনিট।

৩) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো: রাত ১১ টা।

৪) কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো: রাত ১১ টা ১০ মিনিট।

আরও পড়ুন: Durga Puja Economy: পুজোয় ৩০০ কোটি অনুদান, ব্যবসা ৬০,০০০ কোটির! ‘থাপ্পড়’ খেল বিরোধীরা, তোপ দেবাংশুর