ED Raid in Jyotipriya Mallick’s house: পুজো শেষে দ্বাদশীতেই তৎপর ইডি, হানা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে

রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি। জানা গিয়েছে, রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তেই মন্ত্রীর বাড়িতে পৌঁছেছেন ইডির তদন্তকারীরা। উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী হলেন জ্যোতিপ্রিয়। আপাতত বন দফতরের দায়িত্বে আছেন তিনি। এর আগে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। আর এবারে প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন ইডি কর্তারা। জানা গিয়েছে, দ্বাদশীর দিন সল্টলেকের বিসি ব্লকে জ্যোতিপ্রিয়র বাড়িতে সকাল সকাল তল্লাশি অভিযান শুরু করেন ইডি আধিকারিকরা। এছাড়াও আরও ৭টি জায়গায় আজ হানা দিয়েছে ইডি। এর মধ্যে রয়েছে নাগেরবাজারে অবস্থিত জ্যোতিপ্রিয়র পিএ-র বাড়িও।

উল্লেখ্য, এর আগে রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল বাকিবুর রহমানকে। আর রেশন বণ্টন দুর্নীতিতে বাকিবুর রহমানের গ্রেফতারির পর বার বার উঠে এসেছে জ্যোতিপ্রিয়র নাম। কয়েকদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেছিলেন, রেশন কেলেঙ্কারিতে জড়িত বর্তমান ও প্রাক্তন খাদ্যমন্ত্রী। সুকান্ত সেই সময় দাবি করেছিলেন, রাজ্যের প্রচুর ব্যবসায়ী পিডিএসের চাল ঘুরপথে অন্য জায়গায় পাচার করে। এই চক্রের সঙ্গে নাকি বর্তমান এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জড়িত। সুকান্ত দাবি করেছিলেন, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র এলাকায় নাকি পিডিএসের চাল বহনকারী ২০০ ট্রাক ধরা পড়েছিল। শুভেন্দু অধিকারীও জ্যোতিপ্রিয়র দিকে আঙুল তুলেছিলেন এই নিয়ে। এমনকী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে জন্মদিনে বাকিবুর স্করপিও গাড়ি উপহার দিয়েছেন বলেও দাবি করেছিলেন শুভেন্দু।

এদিকে সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাকিবুর রহমানের অন্তত ১০০ কোটির সম্পত্তির হদিশ পেয়েছে। নামে, বেনামে, আত্মীয়দের নামে এই বিপুল সম্পত্তি। এগুলি রেশন দুর্নীতির কালো টাকা সাদা করার জন্য করা হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। জানা গিয়েছে, অন্তত ৬টি সংস্থায় শেয়ার রয়েছে বাকিবুরের। সেই শেয়ার মিলিয়েই বাকিবুরের সম্পত্তি প্রায় ৫০ কোটি। নিউ টাউন, রাজারহাট, পার্কস্ট্রিটে একাধিক ফ্ল্যাট রয়েছে তার। বাকিবুরের একাধিক হোটেল, পানশালাও রয়েছে। বিদেশেও তার সম্পত্তি রয়েছে বলে খবর। প্রসঙ্গত, বাকিবুরের ফ্ল্য়াট থেকে সরকারি দফতরের প্রচুর স্ট্য়াম্প পাওয়া গিয়েছে। সেই স্ট্যাম্প কী জন্য ব্যবহার করা হত তা নিয়ে প্রশ্ন উঠছে। এই আবহে বকিবুরের দুর্নীতির সঙ্গে মন্ত্রী যোগের অভিযোগ বারংবার উঠছে। আর এরই মাঝে এবার প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে হানা দিল ইডি।