Kashmir: কাশ্মীর সীমান্তে বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে পাক রেঞ্জার্সরা, আরএস পুরাতে মর্টার, যোগ্য জবাব দিল ভারত

রবি কৃষ্ণন খাজুরিয়া

কাশ্মীরের আরনিয়া ও আরএস পুরা সেক্টরকে নিশানা করে   বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই পাকিস্তানি রেঞ্জাররা স্বংয়ক্রিয় অস্ত্র থেকে বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে বলে খবর। এমনকী বিএসএফ পোস্টকে নিশানা করে তারা মর্টার ছুঁড়ছে বলেও খবর। তবে বিএসএফও এনিয়ে পালটা জবাব দিয়েছে।  

বিএসএফের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, রাত ৮টা নাগাদ পাক রেঞ্জার্সরা বিনা প্ররোচনায় গুলি চালানো শুরু করেছিল। আর্নিয়া এলাকায় এটা তারা করছে। বিএসএফ তার যোগ্য জবাব দিয়েছে। এই ফায়ারিং এখনও চলছে। 

প্রায় ১৯৮ কিমি দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত জুড়ে হাই অ্যালার্টে রয়েছে বিএসএফ।

এদিকে সোর্স মারফৎ হিন্দুস্তান টাইমস জানতে পেরেছে বিক্রম পোস্ট লক্ষ্য করে রাত ৮টা নাগাদ পাক রেঞ্জার্সরা বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে। বিক্রম পোস্টে দুজন বিএসএফ জওয়ান আহত হয়েছেন বলেও খবর। তবে বিএসএফ জওয়নাদের আহত হওয়া নিয়ে বাহিনী নির্দিষ্টভাবে কিছু জানায়নি। 

স্থানীয় বাসিন্দা রাকেশ কুমার জানিয়েছেন,  পাক রেঞ্জার্সরা প্রথমে বিক্রম পোস্টকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। আকাশেও তারা গোলা বর্ষণ করেছে। এদিকে আতঙ্কে পরিযায়ী শ্রমিক, মহিলা শিশুরা ছোটাছুটি শুরু করে দেয়। আর্নিয়া টাউনে বিয়ের আসর বসেছিল। সেখানকার এক অতিথি রোহিত চৌধুরী জানিয়েছেন, স্থানীয় মন্দির থেকে ঘোষণা করা হয়েছে বাসিন্দারা যেন ঘরের আলো নিভিয়ে রাখুন। 

আর এস পুরার এক কংগ্রেস নেতা তরনজিৎ সিং জানিয়েছেন, ৮.১৫ নাগাদ পাক রেঞ্জার্সরা গুলি চালিয়েছে। একটা পাকিস্তানি মর্টার সেবা সিং চৌধুরীর বাড়ির কাছে ফেটেছে। এদিকে পরিযায়ী শ্রমিকরা ধান তোলার জন্য এসেছিলেন। তারা এই ঘটনায় তারা আতঙ্কিত।