ODI World Cup 2023: Light Show At World Cup ‘dumbest Idea’ As They Cause Headache, Says Glenn Maxwell, David Warner Opposes

নয়াদিল্লি: গোটা স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হচ্ছে। আর তারপরই শুরু হচ্ছে আলোর রোশনাই। অন্ধকার আকাশের বুক চিরে রঙিন আলোর খেলা। ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup) প্রায় সব মাঠেই পরিচিত দৃশ্য। ম্যাচের মাঝে দর্শক বিনোদনের জন্য লেজ়ার শোয়ের বন্দোবস্ত করছে আয়োজক সংস্থা।

 

তবে রঙিন আলোর প্রদর্শনীতে চটেছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নেদারল্যান্ডসের (Aus vs NED) বিরুদ্ধে যিনি ৪০ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপে নতুন রেকর্ড গড়েছেন। তবে লেজ়ার শোয়ে মেজাজ হারিয়েছেন। বলেছেন, ‘নির্বোধ পরিকল্পনা। মাথা ধরে গেল একেবারে।’

 

ম্যাক্সওয়েল বলেছেন, ‘আলোর প্রদর্শনী ভয়ঙ্কর পরিকল্পনা। চোখ সইয়ে নিতে সময় লাগে। ক্রিকেটারদের কাছে এটা ভীষণ নির্বোধ পরিকল্পনা। সমর্থকদের জন্য নিশ্চয়ই ভীষণ মজার। তবে খেলোয়াড়দের কাছে ভয়ানক।’

 

ক্রিজে থাকাকালীন একবার হাত দিয়ে চোখ ঢাকতে দেখা গিয়েছিল ম্যাড ম্যাক্সকে। তা কি আলোর জন্য নাকি অসুস্থ বোধ করছিলেন? ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাক্সওয়েল বলেন, ‘এরকম আলোর প্রদর্শনী বিগ ব্যাশ লিগের সময় একবার পারথ স্টেডিয়ামে হয়েছিল। আমার প্রচণ্ড মাথা ধরে গিয়েছিল। চোখ সইয়ে নিতে সময় লেগেছিল বেশ।’

 

যদিও সতীর্থ ডেভিড ওয়ার্নারের গলায় সম্পূর্ণ ভিন্ন সুর। ওয়ার্নার বলেছেন, ‘এটা পুরোপুরি সমর্থকদের বিনোদনের জন্য। দারুণ আবহ ছিল মাঠে। সবটাই তো সমর্থকদের জন্য। আপনারা না থাকলে আমরা কিছুই করতে পারতাম না।’

ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup 2023) ইতিহাসে রেকর্ড গড়ে জয় অস্ট্রেলিয়ার (Australia Cricket Team)। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩৯৯/৮ বোর্ডে তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া ৫০ ওভারে। জবাবে ব্যাট করতে নেমে ডাচরা মাত্র ৯০ রানে অল আউট হয়ে গেল। ৩০৯ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল কামিন্সের দল। এটিই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানের ব্যবধানে জয়। টানা দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট নিলেন অ্যাডাম জাম্পা। রেকর্ড গড়ে শতরান করার জন্য ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। 

৪০০ রানের লক্ষ্যমাত্রা। আরও একটা মিরাক্যাল ছাড়া বিশ্বমানের অজি বোলিং লাইন আপের সামনে দাঁড়ানোর ক্ষমতা এই ডাচ ব্যাটিং লাইন আপের নেই, তা বলাই যায়। রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারানো শুরু করে নেদারল্য়ান্ডস। বিক্রমজিৎ ও ম্যাক্স ওডডের ওপেনিং জুটি বেশি কিছু করতে পারেনি। প্রথমজন ২৫ ও দ্বিতীয় জন ৬ রান করেন। কলিন অকারম্যান ও সিব্র্যান্ড যথাক্রমে ১০ ও ১১ রান করেন। অধিনায়ক স্কট এডওয়ার্ডস ১২ রান করে আউট হন। কেউই এদিন রান পাননি। লোয়ার অর্ডার তো দু অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। অজি বোলারদের মধ্যে অ্যাডাম জাম্পা এদিনও ৪ উইকেট নেন। ৩ ওভারে ৮ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ২টো উইকেট নেন মিচেল মার্শ। ১টি করে উইকেট নেন স্টার্ক, হ্যাজেলউড ও কামিন্স।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial