Fixed Deposit Withdrawal New Rule: ফিক্সড ডিপোজিট ভাঙার নিয়মে এল বড় পরিবর্তন, নয়া নির্দেশিকা জারি RBI-এর

দীর্ঘমেয়াদে সুরক্ষিত বিনিয়োগের মাধ্যম হিসেবে অনেকেরই ভরসা ফিক্সড ডিপোজিটের ওপর। এই আবহে অনেকেই বেশ কয়েক বছরের জমানো টাকার ওপর বেশি হারে সুদ পাওয়ার আশায় স্থায়ী আমানত করে থাকেন। তবে সেই টাকার প্রোয়োজন পড়লে আবার সেই ফিক্সড ডিপোজিট ভাঙানো বড় ঝামেলার। আর যদি সেই ফিক্সড ডিপোজিটে জমা দেওয়া অর্থের পরিমাণ ১৫ লাখ টাকার বেশি হত, তাহলে তো তা আর ভাঙানো যেত না। তবে এবার সেই নিয়মে বদল আনল রিজার্ভ ব্যাঙ্ক। এই নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে আরবিআই। জানিয়ে দিয়েছে, এবার থেকে মেয়াদপূর্তির আগে ১৫ লাখ নয় বরং ১ কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট ভাঙাতে পারবেন আমানতকারীরা।

এদিকে স্থায়ী আমানতের মেয়াদ পূরণ হওয়ার আগেই টাকা তোলার বিকল্প রয়েছে বটে। তবে সেক্ষেত্রে ব্যাঙ্ক সময়ের আগে আমানত বন্ধ করার জন্য আপনাকে জরিমানা চার্জ করবে। পেনাল্টি চার্জ সাধারণত সুদের হারের ০.৫ শতাংশ থেকে ৩ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। তবে কিছু ব্যাঙ্কের আরেকটি নিয়ম আছে। ধরুন টাকা তুলে নিলেন। এবার সেই টাকাই তাদের অন্য কোনও স্কিমে বিনিয়োগ করলেন, সেক্ষেত্রে আপনাকে কোনও জরিমানা চার্জ করা হবে না। যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন সব ব্যাঙ্কেই ডিজিটাল পরিষেবা চালু হয়েছে। এই পরিস্থিতিতে ব্যাঙ্কের শাখায় না গিয়েও অ্যাপের মাধ্যমেই বিভিন্ন ব্যাঙ্কের স্থায়ী আণানত ভাঙিয়ে নেওয়া যায়। 

এদিকে একনজরে দেখে নিন এক কোটি টাকার কম পরিমাণের ফিক্সড ডিপোজিটে শীর্ষস্থানীয় ব্যাঙ্কগুলি কত হারে সুদ দিচ্ছে:

অ্যাক্সিস ব্যাঙ্ক – ৬ মাস থেকে ১ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫.৭৫ শতাংশ থেকে ৬ শতাংশ। ১ থেকে ২ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৭ শতাংশ থেকে ৭.১০ শতাংশ। ২ থেকে ৩ বছর মেয়াদের ফিক্সড ডিপেজিটে সুদের হার ৭.১০ শতাংশ। তিন থেকে পাঁচ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.১০ শতাংশ। আর পাঁচ বছরের বেশি মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭ শতাংশ।

এইচডিএফসি ব্যাঙ্ক – ৬ মাস থেকে ১ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৪.৫ শতাংশ থেকে ৬ শতাংশ। ১ থেকে ২ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৬ শতাংশ থেকে ৭.১ শতাংশ। ২ থেকে ৩ বছর মেয়াদের ফিক্সড ডিপেজিটে সুদের হার ৭ শতাংশ থেকে ৭.১৫ শতাংশ। তিন থেকে পাঁচ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭ থেকে ৭.২০ শতাংশ। আর পাঁচ বছরের বেশি মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭ শতাংশ।

আইসিআইসিআই ব্যাঙ্ক – ৬ মাস থেকে ১ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৪.৭৫ শতাংশ থেকে ৬ শতাংশ। ১ থেকে ২ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৭ শতাংশ থেকে ৭.১০ শতাংশ। ২ থেকে ৩ বছর মেয়াদের ফিক্সড ডিপেজিটে সুদের হার ৭ থেকে ৭.১০ শতাংশ। তিন থেকে পাঁচ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭ শতাংশ। আর পাঁচ বছরের বেশি মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৯ শতাংশ থেকে ৭ শতাংশ।

ব্যাঙ্ক অফ বরোদা – ৬ মাস থেকে ১ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫ শতাংশ থেকে ৬.২৫ শতাংশ। ১ থেকে ২ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৭৫ শতাংশ থেকে ৭.১৫ শতাংশ। ২ থেকে ৩ বছর মেয়াদের ফিক্সড ডিপেজিটে সুদের হার ৬.৭৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ। তিন থেকে পাঁচ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৫ থেকে ৭.২৫ শতাংশ। আর পাঁচ বছরের বেশি মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৫ শতাংশ।

পিএনবি – ৬ মাস থেকে ১ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫.৫ শতাংশ থেকে ৫.৮ শতাংশ। ১ থেকে ২ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৭৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ। ২ থেকে ৩ বছর মেয়াদের ফিক্সড ডিপেজিটে সুদের হার ৬.৮ শতাংশ থেকে ৭ শতাংশ। তিন থেকে পাঁচ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৫ থেকে ৭ শতাংশ। আর পাঁচ বছরের বেশি মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৫ শতাংশ।

এসবিআই – ৬ মাস থেকে ১ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫.২৫ শতাংশ থেকে ৫.৭৫ শতাংশ। ১ থেকে ২ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৮ শতাংশ থেকে ৭.১ শতাংশ। ২ থেকে ৩ বছর মেয়াদের ফিক্সড ডিপেজিটে সুদের হার ৭ শতাংশ। তিন থেকে পাঁচ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৫ শতাংশ। আর পাঁচ বছরের বেশি মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৫ শতাংশ।