Mamata Banerjee: কেয়া অত্যাচার! অভিষেকের জন্মের আগের নথি চাইছে, জ্য়োতিপ্রিয় যদি মারা যায়… ফুঁসছেন মমতা

খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির তল্লাশি। এরপরই ফুঁসে উঠেছেন রাজ্যের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিজেপির চোরেদের বাড়িতে কেন তল্লাশি হয় না? জ্যোতিপ্রিয়র সুগার আছে । ওর কিছু হয়ে গেলে আমরা এফআইআর করব। বাড়িতে গিয়ে শাড়ি,কসমেটিক্সের ছবি তুলছে। এখানেই থেমে থাকেননি মমতা। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে কীভাবে চাপ দেওয়া হয়েছিল তা নিয়েও মুখ খোলেন তিনি। তবে তিনি এদিন তাঁর বক্তব্য বেশিরভাগটাই হিন্দিতে বলেন।

মমতা বলেন, ৪২ বছর আগের নথি চাইছে। তখন তো ও( অভিষেক) জন্মই নেয়নি। ও ১৯৮৭ সালে জন্মেছে। ৪২ বছর আগের ওর বাবার নথি চাইছে। অভিষেকের বাবার তথ্য চাইছে। ৮১-৮২ সালের। কিন্তু ও তো তখন জন্মায়নি। এটা কি উদ্দেশ্য়প্রণোদিত নয়? রাজস্থানে ভোট। রাজনৈতিকভাবে লড়াই করো। মধ্য়প্রদেশের ভোট। রাজনৈতিকভাবে লড়াই করো। কিন্তু আমি চেয়ারকে সম্মান করি।

মমতা বলেন, সুলতান আহমেদ মারা গেলেন। আমাদের এমপি ছিলেন। সিবিআইয়ের চিঠি পাওয়ার পরে ওয়াশরুমে গেলেন আর মারা গেলেন। প্রসূন মুখোপাধ্য়ায়ের স্ত্রীও একই ভাবে মারা গেলেন। হিউম্যান টর্চার। প্রাইভেট পার্টে এত টর্চার করে…বলে ওর নাম বলো। যতক্ষণ নাম না বলবে ততক্ষণ অত্যাচার চলবে। কেয়া অত্যাচার, কেয়া অনাচার চল রহা হ্যায়। আমরা দেবতার পুজো করি। সমস্ত দেবতাকে পুজো করি। শ্রদ্ধা করি। দেশের স্বাধীনতার লড়াই দেখুন। সেলুলার জেল দেখে আসুন। সবথেকে বেশি নাম বাঙালির। তারপর পাঞ্চাবের। আর আমরা কি স্বাধীন?

মমতা বলেন, আমরা আস্তে আস্তে সব বলব।ওরা চাইছে সবকে জেলে ভরো। ব্রিটিশদের মতো ওরা অত্যাচার করছে। নির্বাচনের আগে সবাইকে জেলে পুরতে চাইছে। ওরা সৌজন্য দেখালে তবে সৌজন্য় দেখাব।

কার্যত ফুঁসে উঠেছেন বাংলার মুখ্য়মন্ত্রী। এদিকে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একাধির বাড়িতে হানা দিয়েছে ইডি। সল্টলেকের পাশাাপাশি আমহার্স্ট স্ট্রিটের মন্ত্রীর পৈত্রিক বাড়িতে তল্লাশি শুরু করেছে ইডি। প্রধান দরজা বন্ধ করে চলছে তল্লাশি। রেশন দুর্নীতি মামলায় ইডির তল্লাশি চলছে। হাওড়ার ব্যাটরার এক ব্যবসায়ীর বাড়িতেও চলছে তল্লাশি। অভিজিৎ দাস নামে ওই ব্যক্তি জ্যোতিপ্রিয়র পিএ বলে নিজেকে দাবি করতেন।