ODI World Cup 2023 Live Updates Pakistan playing against South Africa match highlights commentary score MA Chidambaram Stadium

চেন্নাই: শুক্রবার, ২৭ অক্টোবর এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপের (ODI World Cup 2023) আসরে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান (PAK vs SA)। দুই দল আপাতত দুই সম্পূর্ণ ভিন্ন মেরুতে দাঁড়িয়ে। একদিকে যেখানে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে রামধুনর দেশ, সেখানে ভারতের পড়শিরা নাগাড়ে তিন ম্যাচ হেরে বিরাট বিপাকে। 

টুর্নামেন্টের শুরুটা পাকিস্তান (Pakistan Cricket Team) কিন্তু বেশ ভালভাবেই করেছিল। দুইটি ম্যাচের মধ্যে দুইটিতেই জিতেছিল তাঁরা। কিন্তু তার পরেই হারের হ্যাটট্রিক। একদিকে যেখানে বাবর আজমের (Babar Azam) ব্যাটিং ফর্ম দলের চিন্তা বাড়াচ্ছে। সেখানে অধিনায়ক বাবরও কিন্তু বিরাট সমালোচনার সম্মুখীন হয়েছেন। পাকিস্তান বোর্ডের তরফে এই ম্যাচের আগেই এক বিবৃতিতে বুঝিয়ে দেওয়া হয়েছে যে বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্সের উপরেই তার অধিনায়কত্বের ভাগ্য নির্ভরশীল।

পাকিস্তান দলের চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ধারাবাহিকভাবে পারফর্ম না করার মূল কারণ তাঁদের বোলিং। নাসিম শাহ নেই। শাহিন শাহ আফ্রিদিকেও নিজের সেরা ফর্মে দেখা যায়নি। ফলে পাকিস্তানের ঐতিহাসিকভাবে সবথেকে শক্তিশালী পক্ষ দলের সঙ্গে না দেওয়ায় দল সেরাটাও দিতে পারছে না। 

তুলনামূলকভাবে পাকিস্তান ব্যাটাররা ঠিকঠাক পারফর্ম করেছেন। বাবর না চললেও, মহম্মদ রিজওয়ান ইতিমধ্যেই শতরান হাঁকিয়ে ফেলেছেন। তবে সবথেকে প্রভাবিত করেছেন আব্দুল্লা শফিক। ধারাবাহিকভাবে পারফর্ম করে দলকে ভরসা জোগাচ্ছেন তিনি। তবে দলের মিডল অর্ডারে রিজওয়ান বাদে কেউই তেমন বড় রান করতে পারেনি।