Paresh Adhikari:আরও এক ধাক্কা, এবার চিকিৎসক ছেলেকে হারালেন প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী

আদালতের নির্দেশে মেয়ে অঙ্কিতার চাকরি চলে গিয়েছিল আগেই। এবার তার থেকেও বড় ধাক্কা এল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কাছে। অকালে চলে গেলেন পরেশবাবুর ছেলে তরুণ চিকিৎসক হীরকজ্যোতি অধিকারি। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এতবড় বিপর্যয়ে ভেঙে পড়েছে গোটা অধিকারী পরিবার।

কোচবিহারের কুচলিবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ছিলেন হীরকজ্যোতিবাবু। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ছিলেন তিনি। শুক্রবার সকাল ১০টা নাগাদ মেখলিগঞ্জের বাড়িতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হাসপাতালের সুপার জানিয়েছেন, কিডনির অসুখে আক্রান্ত ছিলেন হীরকবাবু। তার ওপরে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁর।

নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল পরেশ অধিকারীর। সেজন্য সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছে তাঁকে। ২০১৮ সালে তৃণমূলে যোগদানের কয়েকদিনের মধ্যেই একাদশ – দ্বাদশের শিক্ষক নিয়োগের ওয়েটিং লিস্টে আচমকা সবার উপরে উঠে আসে পরেশবাবুর মেয়ে অঙ্কিতার নাম। এর পর বাড়ির কাছের স্কুলে চাকরি পান তিনি। অভিযোগ ওঠে, পরেশবাবুর তৃণমূলে যোগদানের বিনিময়ে তাঁর মেয়েকে দুর্নীতি করে চাকরি দেওয়া হয়েছে। এর পর বিধানসভা নির্বাচনে জিতে শিক্ষা প্রতিমন্ত্রী হন তিনি। অঙ্কিতার নিয়োগকে বেআইনি ঘোষণা করে তাঁকে বরখাস্ত করার নির্দেশ দেয় আদালত। এমনকী বেতনের প্রায় ১৫ লক্ষ টাকা তাঁকে ফেরত দিতে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর কয়েক মাস পর পরেশ অধিকারীকে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেন মমতা। তৃণমূলে যোগদানের আগে ফরওয়ার্ড ব্লক করতেন পরেশবাবু। বাম জমানায় খাদ্য ও সরবরাহ দফতরের মন্ত্রী ছিলেন তিনি।