রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো, আকাশছোঁয়া বাজারদরে নাভিশ্বাস আমজনতার

আগামীকাল, শনিবার কোজাগরী লক্ষ্মীপুজো। বাংলার ঘরে ঘরে ধনলক্ষ্মীর পুজো হবে। তাই আগাম বাজার–দোকান সেরে নিতে চলেছেন গৃহকর্তারা। কিন্তু বাজারে গিয়ে যে হাতে ছ্যাঁকা খেতে হবে সেটা প্রথমে বুঝতে পারেননি। বাজারে গিয়েই মালুম হয়েছে সবজি–আনাজ থেকে শুরু করে লক্ষ্মীর সরা, ধানের ছড়া—সবই আগুন দাম। আর তাতেই ছ্যাঁকা লাগতে শুরু করেছে। আবার ফলের বাজার অগ্নিগর্ভ আকার নিয়েছে। বিভিন্ন ফল সেঞ্চুরি হাঁকিয়ে ১৫০–২০০ পার করছে মুহূর্তে। সকালেই লক্ষ্মীপুজোর বাজার করতে দেখা গেল ক্রেতা–বিক্রেতাদের।

এদিকে এবার কোজাগরী লক্ষ্মীপুজোর রাতেই দেখা যাবে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। যা দেখা যাবে বাংলা–সহ দেশের নানা প্রান্ত থেকে। অনেকে বলছেন, এই মহাজাগতিক সন্ধিক্ষণে লক্ষ্মীপুজোর পাশাপাশি কিছু নিয়ম মানলে ধনসম্পত্তি লাভ হবে। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে লক্ষ্মীপুজোয় ফল–ফুল–সবজির বাজার এখন অগ্নিমূল্য। মানিকতলা বাজার থেকে শুরু করে লেক মার্কেট ঘুরে দেখা গেল, খুব অসন্তুষ্ট হয়ে ফল–সবজি কিনে বাড়ির এগোচ্ছেন গৃহকর্তারা। দশকর্মা–সহ লক্ষ্মীপুজোর জিনিসপত্রের দাম বেশ চড়া।

কেমন যাচ্ছে বাজার–দর?‌ অন্যদিকে অগ্নিমূল্য বাজার দরে পকেটে রেস্তর টান পড়েছে মধ্যবিত্ত মানুষজনের। এক পিস নারকেল কিনতে হচ্ছে ৪০–৬০ টাকায়। আপেল কেজি প্রতি বিক্রি হয়েছে ১২০ টাকায়। বড় সাইজের আখের দাম ৩৫–৪০ টাকা। ৬০ টাকা কেজি দরে শশা বিক্রি হচ্ছে। বাতাবি লেবু ৪০ টাকা প্রতি পিস। ন্যাশপাতি ২৫০ টাকা কেজি, আঙুর ২২০ টাকা, তরমুজ ৪০ টাকা, আনারস প্রতি পিস ৬০ টাকা। শিষ ডাবের দাম ৪০ টাকা। তা আরও বাড়তে পারে। ফুলকপি ৫০–৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। বেগুন ৭০ টাকা, কুমড়ো ৩৫ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, টম্যাটো ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এমনকী ধানের শিষ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

আরও পড়ুন:‌ ‘‌ময়দান এই শহরের ফুসফুস’‌, মেট্রোর কাজের জন্য গাছ কাটার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

আর কী জানা যাচ্ছে?‌ তবে দাম বৃদ্ধি এখানেই শেষ নয়। ফুলের দামেও ছ্যাঁকা লাগছে। পাইকারি থেকে খুচরো সব বাজারেই ফুলের দাম আকাশছোঁয়া। এই পুজোয় পদ্ম একদম আবশ্যিক। সেখানে প্রতি পিস পদ্ম বিক্রি হচ্ছে ৩০–৩৫ টাকায়। গাঁদা ফুলের বড় মালা ৪০ টাকা এবং ছোট মালা পিস প্রতি ১৫ টাকা। রজনীগন্ধার বড় মালা ৮০ টাকা, এমনকী কোথাও ১২০ টাকাতেও বিক্রি হয়েছে। নারকেল, তিল আর মুড়ির মোয়া এখন প্যাকেটে বিক্রি হয়। চার থেকে পাঁচটি মোয়ার সেই প্যাকেট ২০ টাকা থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।