সমাবেশের মঞ্চ ভেঙে দেওয়ায় প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি

সরকার পতনের এক দফা দাবি আদায়ে আয়োজিত ‘গণতন্ত্র সমাবেশের’ মঞ্চ ভাংচুর অভিযোগ করেছে এবি পার্টি। এছাড়াও দলীয় কার্যালয় ভবনের নিচেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে বলে দলটি অভিযোগ করেছে।

শনিবার (২৮ অক্টোবর) বিজয় নগরে এই সমাবেশের আয়োজন করে এবি পার্টি। 

তাদের অভিযোগ, পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা যৌথভাবে মঞ্চ ভেঙেছেন। এই ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দলের আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

দলটির নেতারা বলেন, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আশপাশের ভবন ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে আহত বিএনপি নেতা-কর্মীদের তল্লাশির নামে ব্যাপক হামলা চালায়। এক পর্যায়ে তারা ৪৫ বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় অফিস বিল্ডিংয়ের নীচতলায় নির্বিচারে ভাংচুর করে।

এসময় হামলা ও ভাঙচুরের ঘটনার সাথে জড়িত পুলিশ ও আওয়ামী কর্মীদের বিচার এবং সায়হাম স্কাইভিউ টাওয়ারের গেটের যে ক্ষতিসাধন হয়েছে তার ক্ষতিপূরণ প্রদানের দাবি করেন এবি পার্টির নেতারা।