Lakshmi Puja: বন্ধ হোক নারী নির্যাতন, ধর্ষণ! প্রার্থনা জানিয়ে শিশুকন্যাকে লক্ষ্মীরূপে পুজো

কোজাগরী পূর্ণিমায় বাংলা যখন লক্ষ্মী আরাধনায় ব্যস্ত সেই সময় তিন বছরের শিশু কন্যাকে লক্ষ্মীরূপে পুজো করল বাগচীর পরিবার। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার নাঘাটা পাড়া এলাকার বাসিন্দা অর্জুন বাগচী পরিবার সিদ্ধান্ত নেন এ বছর তাঁরা তাঁদের নিজেদের মেয়েকে লক্ষ্মীরূপে পুজো করবেন। সেইমতো কোজাগরী পূর্ণিমার দিন লক্ষ্মীরূপে মেয়েকেই পুজো করে তাঁরা। ধনসম্পদের পাশাপাশি শিশু নির্যাতন ও নারী ধর্ষণের মতো ঘটনাহীন পৃথিবীর কামনা করেছেন তাঁরা।

লক্ষ্মীর আদলে মেয়েকে সজিয়ে ধর্মীয় রীতি মেনে পুজো করেছেন তাঁরা। নাঘাটা এলাকার বাগচী পরিবারের ঠাকুর ঘরের সিংহাসনে মা লক্ষ্মীর প্রতিকৃতি রয়েছে। তার সামনেই এই দিন নিজের শিশু কন্যা অরিত্রিকা বাগচীকে মা লক্ষ্মীর আদলে সজ্জিত করে পুরোহিত ডেকে পুজো করল বাগচীর পরিবারের সদস্যরা।

এই পুজো প্রসঙ্গে পরিবারের কর্তা অর্জুন বাগচির স্ত্রী ঝুমা বাগচী বলেন,’মেয়ে সন্তানকে পরিবারের লক্ষ্মী হিসাবে গণ্য করা হয়। এছাড়াও নারীকে মাতৃ শক্তির আধার রূপে মানা হয়। মূলত সেই কারণেই মা লক্ষ্মীর মৃন্ময়ী মূর্তির বদলে ঘরের মেয়েকেই আমরা লক্ষ্মীমাতা রূপে আরাধনা করার সিদ্ধান্ত নিয়েছি।’

(পড়তে পারেন। কেন লক্ষ্মীপুজোর প্রসাদে খিচুড়ি ভোগ থাকে জানেন? সঙ্গে জেনে নিন চমৎকার রেসিপি)

তবে এর সঙ্গে অন্য প্রার্থনাও করেছেন তাঁরা। ঝুমা বাগচী জানিয়েছেন,’নিজের মেয়েকে ভগবানরূপে আরাধনা করার মধ্যে দিয়ে সমাজ থেকে শিশু নির্যাতন ও নারী নির্যাতনের মত অমানবিক ঘটনা চিরতরের জন্য বন্ধ করারও প্রার্থনা জানিয়েছি আমরা।

শিশু কন্যা অরিত্রিকা বাগচীর বাবা অর্জুন বাগচী জানিয়েছেন, মেয়ের জন্মের পর থেকে তাঁদের পরিবারের উন্নতি হয়েছে। পাশাপাশি এখনও পর্যন্ত গ্রাম বাংলার বহু জায়গায় বাস্তব জীবনে মেয়েদের পিছন সারিতে ফেলে রাখার প্রবণতা লক্ষ্য করা যায় কিছু সংখ্যক মানুষজনদের মধ্যে। কন্যা সন্তানদের প্রতি তাদের এই ভ্রান্ত ধারণা ও অসামাজিক মনোভাবকে মুছে দিতেই নিজের কন্যা সন্তানকে মাতৃরূপে আরাধনা করার মধ্যে দিয়ে নারীদের প্রতি সামাজিক সচেতনতা গড়ে তোলার চেষ্টা করেছেন তাঁরা।

দুর্গোৎসবে কুমারী পুজোর প্রচলন থাকলেও কোনও শিশু কন্যাকে লক্ষ্মী রূপে আরাধনা করার ঘটনা এখনো পর্যন্ত বিরল।এই পুজো দেখতে নাঘাটার বাগচী বাড়িতে এইদিন ভিড় জমান আশেপাশের প্রতিবেশীরাও।