Cash-for-query case: মহুয়ার দেওয়া সময়ের আগেই ফের তাঁকে তলব এথিক্স কমিটির, শোনা হবে না দিন বদলের আর্জি

৩১ অক্টোবর মহুয়া মৈত্রকে তলব করেছিল লোকসভার এথিক্স কমিটি। তিনি ওই দিন যেতে পারছেন না বলে কমিটির চেয়ারম্যানকে চিঠি দিয়েছিলেন তৃণমূল সাংসদ। তিনি সময় চেয়েছিলেন হাজিরা দেওয়ার জন্য। কিন্তু এথিক্স কমিটি শনিবার ফের চিঠি দিয়ে আবার তাঁকে তলব করেছে। আগামী ২ নভেম্বর মহুয়া মৈত্রকে সংসদের এথিক্স কমিটির ঘরে হাজিরা দিতে হবে।

এর আগে মহুয়া মৈত্র কমিটিকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, আগামী ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তাঁর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বিজয় সম্মেলন রয়েছে। সেই অনুষ্ঠানে তাঁকে উপস্থিত থাকতে হবে। সে কারণে তিনি দিল্লিতে থাকতে পারবেন না। তাই ৩১ তারিখ এথিক্স কমিটি সামনে হাজির হতে পারবেন না। চিঠিতে তিনি জানিয়েছেন, ৫ নভেম্বর পর কমিটির সুবিধামতো যে কোন দিন ডাকা হলে তিনি হাজির হতে পারবেন। চিঠিতে তিনি এও জানান কমিটির সামনে তিনি নিজের বক্তব্য রাখতে আগ্রহী।

কিন্তু এথিক্স কমিটি তার আগেই ২ নভেম্বর হাজির হতে বলেছে। চিঠি বলা হয়েছে, ওইদিন সংসদের অ্যানেক্সচার এক্সটেশনের চার নম্বর ঘরে হাজির হতে হবে। চিঠিতে আরও বলা হয়েছে, বিষয়ে গুরুত্বের কথা মাথায় রেখে কমিটি আর দিন বদলের আজি গ্রাহ্য করবে না। অর্থাৎ ২ অক্টোবর মহুয়া মৈত্রকে সংসদের এথিক্স কমিটির সামনে হাজির হতেই হবে। কমিটি সামনে আসার বিষয়টি নিশ্চিত করার জন্য ৩১ অক্টোবরের মধ্যে তৃণমূল সাংসদকে জানাতে বলা হয়েছে।

(পড়তে পারেন। ‘ভুল মানুষের সঙ্গে ঝামেলা করছে’, নিশিকান্তকে ‘ঝাড়খণ্ডি পিটবুল’ বলে আক্রমণ মহুয়া)

কমিটিকে দেওয়া চিঠি মহুয়া জানিয়েছিলেন, তাঁর সঙ্গে দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকে যেন একই দিনে ডাকা হয়। কমিটি সামনে দাঁড়িয়ে ব্যবসায়ীকে প্রশ্ন করতে চেয়েছিলেন তিনি। দর্শন তাঁকে কী কী উপহার দিয়েছিলেন তা যেন তিনি তথ্যপ্রমাণ সহ কমিটির সামনে হাজির করেন। এটি তাঁর মৌলিক অধিকার বলেও চিঠিতে উল্লেখ করেন মহুয়া। কিন্তু ২ অক্টোবর হীরানন্দানিকে ডাকা হচ্ছে কিনা তা জানা যায়নি। মহুয়াকে দেওয়া চিঠিতে এই নিয়ে কোনও কিছু উল্লেখ নেই।