ED: ইডির জালে এবার অশোকা বিশ্ববিদ্যালয়ের ২ সহ প্রতিষ্ঠাতা! রয়েছে ১৬২৬ কোটি টাকার তছরুপের অভিযোগ

রাজ্যে ইডির হাতে সদ্য গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইতিমধ্যেই বাংলার রাজনীতি তোলপাড় রয়েছে রেশন দুর্নীতি নিয়ে। এদিকে, চণ্ডীগড়ে একটি ফার্মা সংস্থার দুই প্রমোটারকে গ্রেফতার করেছে ইডি। সেক্ষেত্রে রয়েছে অন্য একটি মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ১৬২৬ কোটি টাকার দুর্নীতি ঘিরে। আর্থিক তছরুপের তদন্তের জেরে ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

প্যারাবোলিক ড্রাগস নামের সংস্থার দুই প্রমোটারকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। উল্লেখ্য, আর্থিক তছরুপের তদন্ত করে থাকে কেন্দ্রীয় সরকারি এই এজেন্সি। আর এক আর্থিক তছরুপের মামলার জেরেই এজেন্সি গ্রেফতার করেছে  প্যারাবোলিক ড্রাগস নামের ফার্মা সংস্থার দুই প্রমোটার বিনীত গুপ্তা ও প্রমোদ গুপ্তাকে। সংস্থার সিএ, এসকে বনসলকেও তাঁরা গ্রেফতার করেছে বলে খবর। এই তিনজনকেই ‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট’এর আওতায় গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পিএমএলএ নিয়ে রয়েছে অভিযোগ। 

উল্লেখ্য, এই বিনীত গুপ্তা ও প্রবীণ গুপ্তা ওই ফার্মা সংস্থার প্রমোটার ছাড়াও তাঁদের আরও এক পরিচিতি রয়েছে। তাঁরা বিখ্যাত অশোকা বিশ্ববিদ্যালয়ের সহ প্রতিষ্ঠাতা। ২০২২ সালে তাঁরা তাঁদের পদ থেকে ইস্তফা দেন। এর আগে ইডি এই দুই ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। তারপরই তাঁরা পদ থেকে ইস্তফ দেন। তাঁদের ফার্মা সংস্থা যা ২০২১ সালে রেজিস্টার করা হয়েছিল ,তার বিরুদ্ধেও দায়ের হয়েছে মামলা। ব্যাঙ্কগুলির কনসর্টিয়ামের ১৬২৬.৭৪ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এই অভিযোগ তাঁদের ফার্মা সংস্থার বিরুদ্ধেও দায়ের হয়েছে। 

শুক্রবার এই মামলায় দিল্লি, মুম্বই, পাঁচকুলা, আম্বালার ৫ টি লোকেশনে তল্লাশি চালায় ইডি। গতকাল, বিশ্ববিদ্যালয় বলেছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পরিচালক পদ থেকে পদত্যাগ করা বিনীত গুপ্ত এবং প্রণব গুপ্তের সাথে সম্পর্কিত তথ্য চেয়েছিল ইডি। অশোকা বিশ্ববিদ্যালয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘অশোকা বিশ্ববিদ্যালয় জানাচ্ছে যে, যে প্যারাবোলিক ড্রাগস কোনভাবেই অশোক বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত নয়। প্যারাবোলিক ড্রাগের সাথে অশোক বিশ্ববিদ্যালয়ের অতীত বা বর্তমান কোন সম্পর্ক নেই।’ অবস্থান স্পষ্ট করে অশোকা বিশ্ববিদ্যালয় জানায়, ‘অশোক বিশ্ববিদ্যালয়ের ২০০ রও বেশি প্রতিষ্ঠাতা এবং দাতাদের মধ্যে বিনীত এবং প্রণব গুপ্ত দু’জন, যাঁরা অশোকের সৃষ্টিতে অবদান রেখেছেন।’