ODI World Cup 2023 Exclusive: Babar Azam And Pakistan Team Arrives At Kolkata, To Start Practice At Eden Gardens On Sunday

সন্দীপ সরকার, কলকাতা: ছয় ম্য়াচে মাত্র দুটি জয়। পরাজয় টানা চার ম্যাচে। যা বিশ্বকাপের (ODI World Cup 2023) মঞ্চে পাকিস্তানের সর্বকালীন লজ্জার রেকর্ড।

আর এই পরিস্থিতিতে শনিবার বিকেলে কলকাতায় পৌঁছে গেলেন বাবর আজ়মরা (Babar Azam)। খাতায়-কলমে সেমিফাইনালে ওঠার ক্ষীণ আশা এখনও আছে। তবে তার জন্য অনেক অঙ্কের ওপর নির্ভর করে থাকতে হবে টিম পাকিস্তানকে (Pakistan)। আর অবশ্যই বড় ব্যবধানে জিততে বাকি তিন ম্যাচ। যার মধ্যে দুটি ম্যাচ আবার কলকাতার বুকে। ইডেন গার্ডেন্সে (Eden Gardens)।

মরণ-বাঁচন পরিস্থিতিতে পাকিস্তান শিবিরকে মানসিকভাবে চাঙ্গা করতে লাহৌর থেকে দিল্লি হয়ে কলকাতায় উড়ে আসছেন বাবরের আত্মীয়-পরিজন ও বন্ধুদের মিলিয়ে জনা দশেকের একটি দল। আগেই ভারতে চলে আসার কথা ছিল তাঁদের। তবে ভিসা সমস্যায় আটকে পড়েছিলেন। অবশেষে বাংলাদেশ ম্যাচের আগে মিলেছে ছাড়পত্র। শনিবার রাতেই কলকাতায় পৌঁছে যাচ্ছেন পাক অধিনায়কের পরিচিতদের ওই দল।

কলকাতায় পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে স্থানীয় ম্যানেজার হিসাবে রয়েছেন সিএবি কর্তা মঈনুদ্দিন বিন মকসুদ। যিনি আগেও তিন-তিনবার কলকাতায় পাকিস্তান দলের দায়িত্ব সামলেছেন। শনিবার বিকেল ৫টা নাগাদ স্পাইসজেটের চার্টার্ড বিমানে করে কলকাতায় পৌঁছন বাবর, মহম্মদ রিজ়ওয়ান, শাহিন শাহ আফ্রিদিরা। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানাতে গিয়েছিলেন মঈনুদ্দিন। বিমানবন্দর থেকে সরাসরি বাইপাসের ধারে টিমহোটেলে পৌঁছে যান পাক ক্রিকেটারেরা। তাঁদের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

জানা গেল, শনিবার সন্ধ্যায় প্রথমে বাইরে ডিনার করতে যাওয়ার কথা ছিল বাবরদের। তবে ক্লান্ত থাকায় সেই পরিকল্পনা বাতিল হয়। টিমহোটেলেই পছন্দের খাবার আনিয়েছেন পাক ক্রিকেটারেরা। বাবরের আত্মীয়-বন্ধুদের জন্য মধ্য কলকাতায় একটি অভিজাত হোটেলে তিনটি ঘর বুক করা হয়েছে। তাঁরা সেখানেই উঠবেন। ভিসা জট কাটিয়ে অবশেষে ভারতে আসতে পারছেন বলে সকলেই খুশি। বাবর নিজে তাঁদের হোটেল রুম থেকে শুরু করে গাড়ির ব্যবস্থা করে দেওয়া, সব কিছুরই তদারকি করছেন।

বিশ্বকাপের অন্তিম পর্বে পৌঁছে টানা তিন ম্যাচ জিততে মরিয়া পাক শিবির। সেই কারণে রবিবারই প্রস্তুতিতে নেমে পড়ছেন তাঁরা। জানা গেল, রবিবার সকালে টিমহোটেলেই জিমে সময় কাটাবেন বাবররা। তারপর কয়েকজন ক্রিকেটার দুপুরের দিকে ইডেন গার্ডেন্সের অনুশীলন করবেন। যাতে বাংলাদেশ ম্যাচের আগে নিজেদের ভুলত্রুটি শুধরে নিয়ে আরাও ধারাল হয়ে ওঠা যায়। দক্ষিণ আফ্রিকার কাছে রুদ্ধশ্বাস ম্যাচে হারের ধাক্কা কাটাতে জয়ই যে মূল মন্ত্র, তা ভালই জানেন পাক ক্রিকেটারেরা। আর তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চান না তাঁরা।

ইডেন থেকে ভাগ্যের চাকা ঘোরাতে বদ্ধপরিকর বাবর অ্যান্ড কোম্পানি।

আরও পড়ুন: BAN vs NED Exclusive: কলকাতায় ক্রিকেট উৎসবের বোধনে তামিমকে নিয়ে হাহুতাশ পদ্মাপারের অনুরাগীদের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial