Jyotipriya Mullick: ইডির ডাকে CGO কমপ্লেক্সে জ্যোতিপ্রিয়র ২ আপ্ত সহায়ক, চলছে জেরা

রেশন দুর্নীতির তদন্তে ইডির তলবে লক্ষ্মীপুজোর সকালে বিধাননগরের CGO কমপ্লেক্সে হাজির হলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বর্তমান ও প্রাক্তন আপ্ত সহায়ক। ইডি সূত্রের খবর, শনিবার নির্দিষ্ট সময়ের মধ্যে ইডি দফতরে হাজিরা দিয়েছেন অভিজিৎ দাস ও অমিত দে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে বালুর লেনদেন সম্পর্কে আরও তথ্য পাওয়ার চেষ্টা করবে ইডি।

শুক্রবার বালুর গ্রেফতারির দিনেও সারা দিন অভিজিৎ দাসকে জেরা করেছিল ইডি। ২০১১ – ২১ সাল খাদ্যমন্ত্রী থাকাকালীন বালুর আপ্ত সহায়ক ছিলেন তিনি। গত বৃহস্পতিবার অভিজিতের ব্যাঁটরার ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। জ্যোতিপ্রিয়র কালো কারবারের অনেকটাই অভিজিৎ দেখভাল করতেন বলে দাবি ইডির গোয়েন্দাদের। এদিন বেলা ১২টা নাগাদ তাঁকে তলব করেছিল ইডি। নির্ধারিত সময়ে তিনি ইডি দফতরে পৌঁছেছেন।

ঝগল

ইডি সূত্রে দাবি, বেআইনি কারবারের থেকে উপার্জিত টাকার একটা অংশ অভিজিতের মাধ্যমে বিনিয়োগ করেছেন জ্যোতিপ্রিয়। এই দুর্নীতিতে আর কে কে যুক্ত তা জানতে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ সব তথ্য পাওয়া যেতে পারে।