ভারতকে ২২৯ রানে আটকে দিলো ইংল্যান্ড

বিশ্বকাপে পাঁচ ম্যাচ পর প্রথমবার ব্যাটিংয়ে নেমে প্রত্যাশা পূরণ করতে পারেনি ভারত। লখনউতে টসে হেরে ফিল্ডিং নেওয়া ইংল্যান্ড তাদের বোলিং অস্ত্র দিয়ে কাবু করে স্বাগতিকদের। … রানে ভারতকে আটকে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

১২তম ওভারে ৪০ রানের মধ্যে ভারতের তিন উইকেট তুলে নেয় ইংল্যান্ড। ২৬ রানে উদ্বোধনী জুটি ভাঙে শুবমান গিলের বিদায়ে। বিরাট কোহলি ৯ বল খেলেও রানের খাতা না খুলে বিদায় হন। শ্রেয়াস আইয়ারও দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

এই অস্বস্তি থেকে ভারত পরিত্রাণ পায় লোকেশ রাহুল ও রোহিত শর্মার ব্যাটে। ৬৬ বলে হাফ সেঞ্চুরি করা রোহিত সেঞ্চুরির পথে ছুটছিলেন। রাহুলও দৌড়াচ্ছিলেন হাফ সেঞ্চুরির পথে। দুজনকেই আক্ষেপে পুড়তে হয়।

৯১ রানের জুটি গড়ে রাহুল (৩৯) বিদায় নেন। ৮৭ রানে থামতে হয় রোহিতকে। 

ডেথ ওভারের শুরুতেই দুটি উইকেট হারায় ভারত। ফিফটি থেকে এক রান দূরে থাকতে সূর্যকুমার যাদব প্যাভিলিয়নের পথে হাঁটেন।

শেষ দিকে যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদব