Bangladesh: হতাশায় বাংলাদেশি সমর্থক নিজেকেই জুতোলেন! সাক্ষী থাকল ইডেন গার্ডেন্স

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নেদারল্য়ান্ডসের কাছে হেরেই বাংলাদেশের এবারের মতো বিশ্বকাপের (Netherlands vs Bangladesh Highlights, World Cup 2023) স্বপ্ন ভেঙে গিয়েছে। গত শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) ডাচরা ৮৭ রানে হারিয়ে দিয়েছে সাকিব আল হাসানদের (Shakib Al Hasan)। আর এই ম্য়াচ দেখতে কলকাতায় বহু বাংলাদেশি সমর্থকরা এসেছিলেন। পদ্মাপাড়ের দেশের ক্রিকেট ফ্য়ানরা সাকিবদের এই হার মেনে নিতে পারেননি। এক বাংলাদেশি সমর্থক চরম হতাশায় নিজেকেই জুতোলেন গ্য়ালারিতে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যিনি নিজের গালে জুতো মেরেছেন, তিনি ভিডিয়োতে এও বলেছেন যে, তাঁর ইচ্ছা ছিল বাংলাদেশের সকল ক্রিকেটারকে জুতো পেটা করার। তিনি তা করতে না পেরে, নিজেকেই জুতো দিয়ে মারলেন! ম্য়াচে নেদারল্য়ান্ডস টস জিতে প্রথমে ব্য়াট করে ২২৯ রান তুলেছিল। জবাবে সাকিব অ্যান্ড কোং ১৪২ রানে অলআউট হয়ে যায়। 

আরও পড়ুন: Rohit Sharma | IND vs ENG: সেঞ্চুরি ম্য়াচে রোহিত ১০০ ফেলে এলেন মাঠে! ঢুকলেন সচিন-বিরাটদের এলিট ক্লাবে

ম্য়াচের পর সাকিব বলেছেন যে, তাঁর টিম এতটাও খারাপ নয় যতটা খারাপ খেলেছে এই বিশ্বকাপে। তিনি বলেন, ‘দেখুন এই হার মেনে নেওয়া কঠিন, হজম করা খুবই কঠিন। তবে আমি বলব, ক্রিকেটে এরকম হতেই পারে। ডাচদের কৃতিত্ব দিতেই হবে। তারা শৃঙ্খলাবদ্ধ বোলিং করেছে এবং আমরা বাজে খেলেছি। বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বাদ দিলে, আমরা সত্যিই খুব আন্ডার পারফর্ম করেছি। তবে আমি অন্তত এটা বিশ্বাস করি যে, আমরা এতটাও খারাপ দল নই, যেভাবে আমরা পারফর্ম করেছি। হতে পারে সেটা বিশ্বকাপের আবহের জন্য়। সবার ওপর প্রত্যাশার চাপ থাকে। কারণগুলি খুঁজে বার করতে হবে আমাদের।’ সাকিব কাউকে দোষ দিতে রাজি নন। তিনি বলেন, এই পারফরম্যান্সের জন্য কাউকে দোষ দেওয়া ঠিক নয়। আমরা যে ১৫ জন এসেছি, আমরা এর চেয়ে ভালো দল। আমি বিশ্বাস করি। এটা ঠিক যে, সেভাবে আমরা কিছুই করতে পারিনি এবার। অনেক হতাশাজনক আমাদের পারফরম্যান্স। আমি নিশ্চিত যে, আমার এই কথা গোটা ড্রেসিংরুমের সবাই স্বীকার করবে যে, আমরা যা করতে পারি, তার কিছুই করতে পারিনি এবার।’ আগামী ৩১ অক্টোবর বাংলাদেশ আবার ইডেনেই খেলবে। প্রতিপক্ষ পাকিস্তান।

আরও পড়ুন: ICC Cricket World Cup 2023: স্বপ্ন শেষ শাকিবদের! নেদারল্যান্ডসের বোলিং বিক্রমে উড়ে গেল বাংলাদেশ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)