Himanta Biswa Sarma: লোকসভা ভোটে ১১.৫ আসনে জিতবে বিজেপি জোট, বিরোধীরা একত্রিত হতেই বার্তা হিমন্তর

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শুক্রবার দাবি করছেন লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট রাজ্য ১৪ টি আসনের মধ্যে সাড়ে এগারোটি আসনে জয়লাভ করবে। তিনি এদিন কংগ্রেস এবং অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ)কে পরস্পরের ‘ভাই’ বলে মন্তব্য করেছেন। যাঁরা লোকসভায় খারাপ ফলাফলের পর আবার একত্রিত হবে।

বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলগুলি বৈঠকে বসে। সেই বৈঠকের পর এক প্রশ্নের উত্তরে অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা সাড়ে এগারোটি আসনে জিতব। বাকি আড়াই আসন ভাগাভাগি করবে বিরোধী দলগুলি।’

তিনি আরও বলেন, ‘এআইইউডিএফ এবং কংগ্রেস মধ্যে ২.৫টি আসনের জন্য লড়াই হবে। তারা একে অপরকে আক্রমণ করে আবার মিলে যায়। তাই ভাইদের ব্যাপারে হস্তক্ষেপ করার কোনও মানে নেই।’

অসমের ১৪টি লোকসভা কেন্দ্রের মধ্যে বর্তমানে ৯টি বিজেপির দখলে। বাকি আসনের তিনটি কংগ্রেস, একটি এআইইউডিএফ এবং একটি নির্দলের দখলে।

কংগ্রেস এবং এআইইউডিএফ এখন পর্যন্ত রাজ্যে জোট করেনি। এআইইউডিএফ অবশ্য ইন্ডিয়া জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ২০২১ সালে অসম বিধানসভার নির্বাচনে উভয় দল জোট করেছিল। শর্মা বলেন, ‘কে বলতে পারে রাজ্য আবার কংগ্রেস এবং এআইইউডিএফ একসঙ্গে আসবে না? লোকসভা ভোটের ফল যদি ভাল না হয় তবে দিল্লিতে কংগ্রেসের সদর দফতর বলবে জোট না হওয়ার জন্য এই খারাপ ফল। আবার তারা ২০২৬-এ বিধানসভা ভোটের সময় একত্রিত হবে। ‘

(পড়তে পারেন। মধ্যপ্রদেশে দলের ‘স্টার’ প্রচারকদের তালিকায় নেই, হিমালয়ে রওনা উমা ভারতীর,অভিমান?) 

কেন ১১.৫ আসনে জিতবে বিজেপি তার ব্যাখ্যা দেননি অসমের মুখ্যমন্ত্রী। তবে মনে করা হচ্ছে, একটি আসনে বিরোধীদের সঙ্গে ফল সমান সমান হবে তাই এই মন্তব্য করেছেন হিমন্ত বিশ্বশর্মা।

বৃহস্পতিবার ইউনাইটেড অপজিশন ফোরামের ব্যানারে ১৩ টি বিরোধী দল বৈঠকে বসে। বৈঠকে আরও দুটি আঞ্চলিক এই জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১৫ টি বিরোধী দলের জোট ২০২৪-এর লোকসভা নির্বাচনের জন্য সাধারণ কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নভেম্বরের শেষ নাগাদ এই কর্মসূচি ঘোষণা করা হবে। বিজেপি অপপ্রচার ও দর্নীতির বিরুদ্ধে একটি অভিযোগপত্র তৈরি করার কথা ঘোষণা করেছে।