Srirupa Mitra Chowdhury: BJP বিধায়কের গাড়ির পিছনে TMC নেতার ভাইয়ের মোটর সাইকেলের ধাক্কা, থানায় হল অভিযোগ

এবার তৃণমূলের বিরুদ্ধে তাঁর গাড়িতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ধাক্কা মারার অভিযোগ করলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। শনিবার সকালে ইংরেজবাজার থানা এলাকার মিল্কি ফাঁড়ি এলাকায় খাসকলের কাছে এই দুর্ঘটনা ঘটে। বিধায়কের গাড়ির পিছনে ধাক্কা মারে একটি মোটরসাইকেল। এতে বিধায়কের গাড়ির পিছনের কাচ ভেঙে যায়। ঘটনায় মিল্কি থানায় অভিযোগ দায়ের করেছেন শ্রীরূপাদেবী।

বিধায়ক জানিয়েছেন, শনিবার সকালে মানিকচক এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে বিজয়া সম্মিলনী করে ফিরছিলেন তিনি। খাসকলের কাছে তাঁর গাড়িকে প্রচণ্ড গতিতে পিছন থেকে ধাক্কা মারে একটি মোটর সাইকেল। মোটর সাইকেলের ধাক্কায় ভেঙে যায় বিধায়কের গাড়ির পিছনের কাচ। সঙ্গে প্রচণ্ড শব্দ।

সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন বিধায়কের নিরাপত্তারক্ষীরা। তাঁরা দেখেন, মোটরসাইকেলটির ৪ জন আরোহী রাস্তায় ছিটকে পড়েছেন। তার মধ্যে ২ জনকে ধরে ফেলেন তাঁরা। এর পর ধৃতদের নিয়ে মিল্কি ফাঁড়িতে যান বিধায়ক। সেখানে তাঁর গাড়িতে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন।

এর পর বিধায়ক বলেন, ‘সওয়া এগারোটা নাগাদ আমি বাড়ি ফিরছিলাম। তখন একটা মোটরসাইকেল প্রচণ্ড গতিতে আমার গাড়িতে ধাক্কা মারে। মোটর সাইকেলে ৪ জন ছিল। তারা মোটর সাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে ১ জনকে চিনতে পেরেছি। সে জেলা পরিষদের তৃণমূলি সদস্যের ভাই।’ এই ঘটনার পিছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে দাবি শ্রীরূপাদেবীর। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত ২ যুবককে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। মোটর সাইকেলটি বাজেয়াপ্ত করা হয়েছে।