ICC World Cup 2023: Pitch Comes In Focus As India Take On England Get To Know

লখনউ: বিশ্বকাপে (World Cup 2023) আজ ইংল্যান্ডের(England Cricket Team) বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এখনও পর্যন্ত টুর্নামেন্টে পাঁচটি ম্যাচ খেলে সবগুলোতে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মার দল। অন্য়দিকে বাটলারের দল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মুখ দাঁড়িয়ে। আর একটা হার মানেই হয়ত তাঁদের সেমিফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়ে যেতে পারে। আজ লখনউয়ের একানা স্পোর্টস সিটিতে খেলতে নামবে ২ দল। এই ম্যাচের জন্য ভারতীয় দলে কিছু বদল হতে পারে। মূলত স্পিনিং ট্র্যাকেই হয়ত ব্রিটিশ বধের ছক কষছে দ্রাবিড় অ্যান্ড কোং। আর তার জন্য একাদশে ফিরিয়ে আনা হতে পারে রবিচন্দ্রন অশ্বিনকে। ম্যাচের আগের দিন দীর্ঘক্ষণ পিচ পরিদর্শন করতে দেখা গেল রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় ও রবিচন্দ্রন অশ্বিনকে। এছাড়াও এরপর বেশ কিছুক্ষণ এসে পিচ দেখলেন শুভমন গিলও। 

পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে ইংল্যান্ড। ঝুলিতে মাত্র ২ পয়েন্ট। এখান থেকে শেষ চারে পৌঁছনো কার্যত অসম্ভব। রয়েছে জটিল অঙ্ক। যার মধ্যে অন্যতম, বাকি চার ম্যাচের চারটিই জিততে হবে। তবে পয়েন্ট দাঁড়াবে ১০। এবং সব ম্যাচই জিততে হবে বড় ব্যবধানে। যাতে নেট রান রেট ভাল জায়গায় থাকে। সেই সঙ্গে নির্ভর করতে হবে অন্য দলের ফলের ওপর।

টুর্নামেন্টে দলে থাকা ১৫ জন ক্রিকেটারকেই খেলিয়ে ফেলেছে ইংল্যান্ড। পাঁচ ম্য়াচের মধ্যে তিনটি ম্যাচে দলের সহ অধিনায়ককে বসিয়ে রাখার মতো দুঃসাহসী পদক্ষেপও নিয়েছে। কোনও লাভ হয়নি।

ভারত এই বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল। পাঁচ ম্য়াচ খেলে পাঁচ জয়। রোহিত শর্মাদের ঝুলিতে ১০ পয়েন্ট। এমনকী, বিশ্বকাপে বরাবরের গাঁট নিউজ়িল্যান্ডকে হেলায় হারিয়েছে টিম ইন্ডিয়া। দলের সেরা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর অনুপস্থিতি যেন টেরই পাওয়া যায়নি গত দুই ম্যাচে।

জাতীয় দলের সঙ্গে ধর্মশালা যাওয়ার পরিবর্তে হার্দিক বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল দলের তত্ত্বাবধানে চোট সারানোর কাজ চালাচ্ছেন। জানানো হয় হার্দিক সরাসরি দলের সঙ্গে লখনউতে ইংল্যান্ড ম্যাচের আগে যোগ দেবেন। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী তেমনটা হচ্ছে না।

শোনা যাচ্ছে রবিবার, ২৯ অক্টোবর ইংল্যান্ড ম্যাচ তো নয়ই, এমনকী ২ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধেও মাঠে নামতে পারবেন না তারকা অলরাউন্ডার। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচ দুইটির একটিতে হার্দিক ফিরতে পারেন।