Jyotipriyo Mallick: কেষ্ট স্টাইল! রক্ষীর ফোন থেকে মমতার সঙ্গে কথা হত জ্যোতিপ্রিয়র? ‘ফাঁস করলেন’ শুভেন্দু

গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দীর্ঘদিনের রাজনৈতিক পথ চলার সঙ্গী। রেশন দুর্নীতি মামলায় নানা অভিযোগ তার বিরুদ্ধে। একের পর এক কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে পড়ছে। এবার জ্যোতিপ্রিয় মল্লিক ইস্যুতে বোমা ফাটালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু জানিয়েছেন, তিনি ( জ্যোতিপ্রিয় মল্লিক) যে মোবাইল ফোন ব্যবহার করতেন সেটা হল তার নিরাপত্তারক্ষীর। পশ্চিমবঙ্গ সরকারের। ওনার পদবি রাও।যদি এই ২৫টা ফোনের মধ্য়ে দুটি ফোন না পেয়ে থাকে তবে ইডিকে অনুরোধ করব এই দুটি ফোনও নিতে। তারা যদি হোয়াটস অ্যাপ চ্যাট ও ডিটেলস বের করতে পারেন তবে দেখবেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে তিনি সারাদিনে কতবার কথা বলতেন। তিনি যে দুর্নীতি করেছেন তা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে করেছেন। গরিবের চাল ধানের টাকাও চুরি করেছেন। এত নিম্নমানের কাজ ভারতবর্ষে কেউ কোনওদিন করেনি। একেবারে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী।

তবে এই ঘটনার সঙ্গে অনেকেই অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডলের মিল খুঁজে পাচ্ছেন। অনেকের মতে, কেষ্ট মণ্ডল অনেকটা এভাবেই তার দেহরক্ষী তথা কনস্টেবল সায়গল হোসেনের ফোন ব্যবহার করতেন বলে অভিযোগ। আর সেই ফোন ব্যবহার করেই চলত গোটা নেটওয়ার্ক। এমনটাই অভিযোগ করা হয়েছে।

তবে কি জ্যোতিপ্রিয় মল্লিকও সেই কেষ্ট মণ্ডলের স্টাইলে বিশ্বস্ত রক্ষীর মাধ্য়মে অন্যের সঙ্গে কথা বলতেন? তবে কি সন্দেহ এড়াতেই তিনি এই কাজ করতেন? এনিয়ে নতুন করে সন্দেহ দানা বেঁধেছে। তবে শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ করেছেন, ইডি যদি হোয়াটস অ্যাপ চ্যাট ও ডিটেলস বের করতে পারেন তবে দেখবেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে তিনি সারাদিনে কতবার কথা বলতেন। তিনি যে দুর্নীতি করেছেন তা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে করেছেন। অভিযোগ শুভেন্দুর।

এককথায় বিস্ফোরক অভিযোগ। তবে সাধারণ মানুষের প্রশ্ন তৃণমূল নেত্রী বিভিন্ন ক্ষেত্রেই দাবি করেন দলের সব কিছু তথ্য তাঁর কাছে যায়। তিনি সব খবর রাখেন। কিন্তু শিক্ষা দুর্নীতি থেকে রেশন দুর্নীতি তিনি কি কিছুই জানতেন না? এটা কীভাবে সম্ভব?

তবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সংবাদমাধ্য়মে জানিয়েছেন, শুভেন্দু অধিকারী নিজে দুর্নীতিগ্রস্ত। তিনি তৃণমূলে থাকাকালীন কোনওদিনও কি নেত্রীকে লিখিতভাবে এই দুর্নীতির ব্যাপারে জানিয়েছিলেন?