Train accident in Andhra Pradesh: অন্ধ্রে ২ ট্রেনের সংঘর্ষ, মৃত্যু ৬ জনের, আহত ২৫, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা

অন্ধ্রপ্রদেশে দুটি ট্রেনের সংঘর্ষে মৃত্যু হল কমপক্ষে ছয়জনের। কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে খবর, রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ বিজিয়ানগরমে ০৮৫৩২ বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেন এবং ০৮০৫৪ বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষ হয়েছে। একটি মালগাড়ি দুর্ঘটনায় পড়েছে বলে জল্পনা ছড়ালেও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে মানুষের ভুলের কারণে সেই দুর্ঘটনা ঘটেছে বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে।

অন্ধ্রপ্রদেশের ট্রেন দুর্ঘটনার আপডেট

— সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আধিকারিকরা জানিয়েছেন যে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

— সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জানান যে বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেন এবং বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনার মুখে পড়েছে তিনটি কোচ। ১০ জন আহত হয়েছেন। উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজে সহায়তার জন্য স্থানীয় প্রশাসন এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে (এনডিআরএফ) খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশেষ ট্রেন।

সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জানান যে বিশাখাপত্তনম থেকে রায়গড় যাওয়ার পথে বিজিয়ানগরম জেলায় লাইনচ্যুত হয়ে গিয়েছে একটি প্যাসেঞ্জার ট্রেন। পরবর্তীতে অবশ্য তিনি জানান যে দুটি ট্রেনের ধাক্কা হয়েছে।

২০২৩ সালে পরপর ট্রেন দুর্ঘটনা

চলতি বছর একাধিক ট্রেন দুর্ঘটনা ঘটছে। গত জুনে ওড়িশার বালাসোরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। বালাসোরের বাহানগা বাজার স্টেশনের কাছে একটি মালগাড়িতে ধাক্কা মেরেছিল আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। দক্ষিণ-পূর্ব রেলওয়ের ‘কিং’ হিসেবে পরিচিত করমণ্ডলের গতিবেগ এতটাই বেশি ছিল যে কয়েকটি বগি ডাউন লাইনে ছিটকে পড়েছিল। সেইসময় ওই ডাউন দিয়ে আসছিল হাওড়াগামী এক্সপ্রেস ট্রেন। করমণ্ডলের বগিতে ধাক্কা খেয়ে ওই ট্রেনেরও একাধিক বগি লাইনচ্যুত হয়ে গিয়েছিল। সেই ঘটনায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন: Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসের ‘ম্যাজিক’! চালু হতেই ২০-৩০% কমে গেল বিমানের টিকিটের দাম

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই অক্টোবরে বিহারের বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনের কাছে ডাউন আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেসের একাধিক বগি লাইনচ্যুত হয়ে গিয়েছিল। সেই ঘটনায় কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছিল। আর সেই ঘটনার তিন সপ্তাহ কাটতে না কাটতেই আবারও রেল দুর্ঘটনা ঘটল।

আরও পড়ুন: Vande Metro First Look: স্পিড ১৩০ কিমি, জুড়িয়ে যাবে চোখ- সামনে ‘স্টাইলিশ’ বন্দে মেট্রোর ‘ফার্স্ট লুক’