ODI World Cup 2023: Indian Captain Rohit Sharma Upset For Throwing Wickets Even After Defeating England At Lucknow

লখনউ: ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একা কুম্ভ হয়ে লড়াই শুরু করেছিলেন তিনি। রোহিত শর্মা (Rohit Sharma)। লখনউয়ের ভারতরত্ন অটলবিহারি বাজপেয়ী স্টেডিয়ামে ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে যিনি ৮৭ রান করেন। মন্থর পিচে যে ইনিংসকে সেঞ্চুরির সমান কদর করছেন বিশেষজ্ঞরা। ম্যাচের সেরার স্বীকৃতিও পেয়েছেন রোহিত।

১০০ রানে ব্রিটিশ-বধ করেও অবশ্য ব্যাটিং নিয়ে হতাশ রোহিত। বিশেষ করে কয়েকজন ব্যাটার যেভাবে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন, বিরক্তি প্রকাশ করেছেন ভারত অধিনায়ক। যে তালিকায় নিজের উইকেটকেও রাখছেন হিটম্য়ান। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে রোহিত বলেছেন, ‘আমাদের শুরুতেই পরীক্ষার মুখে পড়তে হয়েছিল। ওদের শুরুর দিকে বোলিং দারুণ হয়েছে। এই পিচে যেখানে বোলারদের জন্য সুবিধা রয়েছে, সেখানে লড়াই করার মতো স্কোর তুলতে চেয়েছিলাম। ব্যাটিং ভাল হয়নি আমাদের। দ্রুত তিন উইকেট হারানোটা আদর্শ পরিস্থিতি ছিল না। কয়েকজন উইকেট ছুড়ে দিয়ে এসেছে। আমিও তাদের মধ্যে। আমরা ৩০ রান কম করেছিলাম। এটা রোজ রোজ হয় না।’

তবে শেষ পর্যন্ত যেভাবে ম্যাচ বার করে নিয়েছে ভারত, তাতে খুশি রোহিত। বলেছেন, ‘এই ম্যাচে দলের চারিত্রিক দৃঢ়তা বোঝা গেল। আমাদের অভিজ্ঞ খেলোয়াড়েরা সঠিক সময়ে জ্বলে উঠেছে। আমাদের ম্যাচ জিতিয়েছে।’ যোগ করেছেন, ‘আমরা চেয়েছিলাম শুরুতেই কয়েকটা উইকেট তুলে নিয়ে পাল্টা চাপ তৈরি করতে। উইকেট তোলার ব্যাপারে আমাদের সিমারদের সব সময় ভরসা করা যায়। ওরা পরিবেশকে কাজে লাগিয়েছে। সঠিক জায়গায় বল করেছে। বোলিংয়ে আমাদের সঠিক ভারসাম্য রয়েছে। হাতে বিকল্পও রয়েছে। তবে ব্যাটারদের বোর্ডে রান তুলতে হবে।’

৪০/৩ হয়ে যাওয়ার পর চতুর্থ উইকেটে কে এল রাহুলের সঙ্গে ৯১ রানের পার্টনারশিপে ম্যাচের রং পাল্টে দেন রোহিত। তাঁর কথায়, ‘প্রথম ১০ ওভারের পর যা পরিস্থিতি ছিল, তাতে কে এল রাহুলের সঙ্গে জুটি তৈরি করাটা খুব জরুরি ছিল। পিচটা বেশ কঠিন ছিল। তবে ম্যাচ যত গড়িয়েছে, ব্যাটিং সহজ হয়ে গিয়েছে।’ যোগ করেছেন, ‘ক্রিজে গিয়ে শুধু নিজের শট খেললে হয় না। কে এলের সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলাটা প্রয়োজন ছিল। ম্যাচ জিতেছি সেটাই বড় কথা।’

আরও পড়ুন: ইডেনে কমলা ঝড়, বাংলাদেশের বিদায়ঘণ্টা বাজিয়ে মন জিতল নেদারল্যান্ডস

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial