নরসিংদীতে কাপড়ের পাইকারি বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

নরসিংদীর সদরে সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার দিবাগত রাত ২টা ৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে রবিবার রাত সাড়ে ১১টার দিকে ওই বাজারে আগুন লাগে। রাত ২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট যোগ দেয়। 

আগুন লাগার পর নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানিয়েছিলেন, বাবুরহাটের কাপড়পট্টির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সাদেকুল বারি বলেছিলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা যায়নি। কোনও হতাহতের খবর পাইনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। এরই মধ্যে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে।