গাজীপুরে কারখানায় দুর্বৃত্তদের আগুন, শ্রমিকের মৃত্যু

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে শ্রমিকদের বিক্ষোভের মধ্যে অনন্ত গ্রুপের এবিএম ফ্যাশন লিমিটেড পোশাক কারখানায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক পুরুষ। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (৩০ অক্টোবর) রাত ৯টায় কারাখানার আগুন নেভানোর পর শ্রমিকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, সোমবার বিকাল সোয়া ৫টার দিকে অর্ধশতাধিক ব্যক্তি ওই কারখানার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশের উপ-কমিশনার আবু তোরাব বলেন, আগুন নেভানোর পর ভেতরে প্রবেশ করে ছাইয়ের মধ্যে এক শ্রমিকের মরদেহ দেখতে পান ফায়ার সার্ভিসের কর্মীরা। তার দেহের অধিকাংশ অংশ পুড়ে গেছে। যারা ওই কারখানায় আগুন দিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে।