Suvendu Adhikari: সোনাকে ছাইয়ে পরিণত করেছেন উনি, সিঙুর ক্ষতিপূরণ রায় নিয়ে মমতাকে আক্রমণ শুভেন্দুর

সিঙুর থেকে টাটাকে উচ্ছেদ করায় মমতার সরকারকে সুদ সমেত প্রায় ১৩০০ কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়ে আরবিট্রাল ট্রাইব্যুনাল। তিন সদস্যের ট্রাইব্যুনাল জানিয়েছে, ক্ষতিপূরণ হিসাবে টাটাকে এই টাকা দেবে WBIDC. এই খবর প্রকাশ্যে আসতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল সাইটে লিখলেন, সোনাকে ছাইতে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন শুভেন্দুবাবু লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিল্পায়নের সম্ভাবনাকে ধ্বংস করেছেন। যুবারা বাড়ির কাছে কর্মসংস্থানের সুযোগ হারিয়েছেন। যে জমি চাষিদের ফেরত দেওয়া হয়েছে তা আর চাষযোগ্য নয়। উনি সোনাকে ছাইয়ে পরিণত করেছেন’।

তাঁর সংযোজন, ‘এই রায় শুধুমাত্র তাঁর পর্বতপ্রমাণ স্বার্থপরতা ও ক্ষমতার ক্ষুধার জেরে পশ্চিমবঙ্গের শিল্পহীনতার ক্ষতে নুনের ছিটে দেয় না বরং রাজ্যের আর্থিক দুরবস্থার অনন্ত অন্ধকার সুড়ঙ্গযাত্রার সূত্রপাতকে সূচিত করে’।

শুভেন্দুবাবুর দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর পর্বকে পশ্চিমবঙ্গে স্কুলপাঠ্য হিসাবে অন্তর্ভুক্ত করেছেন শুধুমাত্র নিজের মহিমাকীর্তন করার জন্য। বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় এলে আমরা এই ভাষ্যের পরিবর্তন করব, দেখাব আসলে এটা কী বিশাল ব্যর্থতা’।

আরবিট্রাল ট্রাইব্যুনালের এই রায়কে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা যাবে বলে জানিয়েছেন আইনজ্ঞরা। তবে রাজ্যের তরফে এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।